West Bengal DA Case Update

রাজ্য সরকারী কর্মীদের ডিএ মামলা চলছে ২০১৬ সাল থেকে। একের পর এক দিন চলে যাচ্ছে কিন্তু মালার শেষ হচ্ছে না, অন্যদিকে ডিএ ও মিলছে না। এই মুহূর্তে দুটি মামলার প্রথম মামলা টি ষ্টেট ট্রাইব্যুনাল এ আগামী ২৪তারিখ মোশন হেয়ারিং এর ডেট দেওয়া হয়েছে, সেটাও আবার৬৯ নাম্বার এ আছে, তাই মঙ্গলবার শুনানি হওয়া নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে সরকারী কর্মচারী পরিষদের করা মামলাটি স্যাটে যাতে দ্রুত শুনানি শুরু করা যায় তার জন্য আবেদন করা হয়েছে। পরিষদের সভাপতি দেবাশিস শীল জানিয়েছেন, স্যাটে দীর্ঘদিন ধরে পদ ফাকা রয়েছে।ডিভিশন বেঞ্চ গঠন করা হচ্ছে না, যার জন্য মামলাটি আরও দেরি হচ্ছে। আর তার শুধু কর্মচারী পরিষদই আদালতে যেমন ডিএ পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে, সেই সাথে কর্মস্থলেও আন্দলন করছেন। অফিসে অফিসে ও রাস্তায় ন্যায্য দাবির জন্য বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment