Anandadhara Prakalpa – নিজের এলাকায় শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আনন্দধারা প্রকল্পে প্রচুর পদে কর্মী নিয়োগ।

রাজ্যের সকল মহিলা বেকার চাকরি প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Anandadhara Prakalpa তথা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আনলেন আরো এক দারুন নিয়োগের ঘোষণা। তারই চালু করা এই বিশেষ প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ পদে কাজের জন্য প্রচুর মহিলা কর্মীকে নিয়োগ (Anandadhara Prakalpa Recruitment 2023) করার কথা বলা হয়েছে।

Advertisement

West Bengal Anandadhara Prakalpa Recruitment 2023

রাজ্যের নির্দিষ্ট ব্লক অফিসের অধীনস্থ এলাকায় আনন্দধারা প্রকল্পের কাজে কর্মীদের নিয়োগ করা হবে। জানা গেছে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। নিচে এই নিয়োগের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হলো।

Advertisement

নিয়োগ কারী দপ্তর

ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেল এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই আনন্দধারা প্রকল্পের (Anandadhara Prakalpa) সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে মূলত গ্রামাঞ্চলের যে সকল মহিলারা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে ও সামাজিকভাবে স্বনির্ভর করে দেওয়াটাই হলো মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। সেই জন্যই এই প্রকল্পের আওতায় কিছু গুরুত্বপূর্ণ কাজ কর্ম পরিচালনার জন্য সম্প্রতি বেশ কিছু মহিলা কর্মীদের নিয়োগ (Anandadhara Prakalpa) করছে রাজ্য সরকার।

শূন্য পদের বিবরণ

এখানে কেবল একটি মাত্র শূন্য পদের জন্যই নিয়োগ হচ্ছে বর্তমানে। তার নাম হল কমিউনিটি রিসোর্স পারসন। Anandadhara Prakalpa এ শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে রয়েছে ৮টি। এই সংখ্যা পরে বাড়তে পারে। নিয়োগ দেওয়া হবে নিজের নিজের এলাকাতেই। তবে এই নিয়োগের ক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে সেটি হল প্রার্থীদের কে নিয়োগ করা হবে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক পদ্ধতিতে। প্রথমে একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে তাদেরকে কাজ করতে হবে। তারপর সেই মেয়াদ শেষ হলে কাজের দক্ষতার উপর ভিত্তি করে পরে তা বাড়ানো হতে পারে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

১. Anandadhara Prakalpa প্রার্থীদেরকে অবশ্যই যেকোনো সরকার স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোন বিভাগে ব্যাচেলার বা স্নাতক ডিগ্রী পাস করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
২. আবেদনকারীদের বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।

Advertisement

৩. এক্ষেত্রে কাজের জন্য একজন আবেদনকারীর অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিং এর বিষয়ে জ্ঞান থাকতে হবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট সার্ফিং ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে।
৪. তবে এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে প্রার্থীকে কিন্তু সংশ্লিষ্ট এলাকার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যথায় তিনি এখানে আবেদন করতে পারবেন না।

৫. যেকোনো সাধারণ ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারেন। আবার সেই সমস্ত ব্যক্তি যাদের এই কাজে অভিজ্ঞতা আছে অথবা যারা বর্তমানে এই ধরনের কাজে যুক্ত আছেন তারাও সমানভাবে আবেদনের যোগ্য। এছাড়াও কোনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

এক্ষেত্রে Anandadhara Prakalpa আবেদনের কাজ সারতে হবে অফলাইনে।
১. প্রথমে আনন্দধারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
২. তারপর সে বিজ্ঞপ্তি মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে নিন।

৩. প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স করে তার ওপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৪. আবেদনপত্র টিকে সঠিকভাবে পূরণ করে নিন।
৫. এরপর সব কিছু একত্রিত করে একটি মুখ বন্ধ খাবে ভরে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন সংস্থার নির্দিষ্ট ঠিকানায় (নীচে দেওয়া আছে)। তবে খামের উপর অবশ্যই উল্লেখ করে দেবেন কোন পদের জন্য আবেদন করছেন।

প্রয়োজনীয় নথিপত্র সমূহ

১. এক কপি বা দু কপি রঙিন পাসপোর্ট ছবি।
২. যে কোন একটি ফটো আইডি প্রুফ।
৩. বয়সের প্রমাণপত্র।
৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ সমূহ।

৫. কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
৬. জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৭. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা স্বরূপ পঞ্চায়েত প্রদত্ত একটি শংসাপত্র।
৮. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে গ্রুপের কার্ড।
৯. এক কপি বায়োডাটা।

নিয়োগ প্রক্রিয়া

উপরোক্ত পদে কাজের জন্য কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা প্রার্থীদের কে দিতে হবে না। আবেদন প্রক্রিয়া শেষ হবার পর প্রার্থীদেরকে সরাসরি ভাবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর জন্য নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে সকল আবেদনকারীদের। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবার পর উত্তীর্ণ প্রার্থীদের একটি মেধা তালিকা প্রস্তুত করবে নিয়োগ কারী সংস্থা। এরপরই কাজের নিয়োগপত্র প্রদান করা হবে সেই সকল প্রার্থীদের।

আরও পড়ুন, জরুরী ভিত্তিতে 10,391 জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ। এই নিয়োগে মামলা হয়নি।

আবেদনপত্র জমা দেওয়া ও ইন্টারভিউয়ের স্থান

Office of the Block Development Officer, Habra-II Development Block, Vill: Borobamunia, PO: Guma, PS: Ashoknagar, Dist: North 24 Parganas, Pin: 743704

আরও পড়ুন, বহুদিন পর 6000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ করছে রাজ্য। বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া।

আবেদনের শেষ তারিখ

Anandadhara Prakalpa নিয়োগে আবেদন প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানা গেছে আবেদন খুব বেশি দিন পর্যন্ত চলবে না। আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত সময় সীমা নির্ধারণ করা হয়েছে আবেদন গ্রহণের। এই সময় ফুরোবার আগেই দ্রুত আবেদন সম্পন্ন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment