সরকারি কর্মীদের দাবি মেনে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে সরকার। মে মাস থেকে 6th Pay Commission এর আওতায় আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধির অপেক্ষা রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। বস্তুত, এতেও খুশি নন রাজ্যে সরকারি কর্মীরা (Government Employees). তাদের চাই (AICPI) কেন্দ্রের হারে ডিএ। এই কারণে রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশন (Pay Commission) লাগু করতেও বলে রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু সেই দাবি মানেনি সরকার পক্ষ। এই নিয়েই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court).
West Bengal 6th Pay Commission Court Case
পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal) ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) রিপোর্ট প্রকাশের নির্দেশ দেয় আদালত। এবার সেই প্রসঙ্গেই উঠে এলো বড় সড়ো আপডেট। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কি আদৌ চালু হবে? যা জানা গেল, তাতে ভোগান্তি আরো বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যকে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে চাপের মুখে ফেলতে রাজ্যের ইউনিটি ফোরাম এর তরফ থেকে মামলা দায়ের করা হয় হাইকোর্টের কাছে। এই নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলে আদালতে।
পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন
অবশেষে কর্মীদের দাবিকে ন্যায্য মেনে নিয়ে তার পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় দ্রুত নতুন পে কমিশনের (6th Pay Commission) রিপোর্ট জমা করতে। সেই মতো রিপোর্ট প্রকাশের জন্য নির্দিষ্ট কমিটিও তৈরি করে রাজ্য সরকার। যাই হোক, এই ঘটনায় খুশি হয়েছিলেন রাজ্যের কর্মীরা। কারণ মামলায় তাদের জয় ঘটেছে। তাই আশা ছিল হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকার রিপোর্ট মারফত জানাবে ষষ্ঠ বেতন কমিশন চালু করার কথা।
রাজ্য সরকারের কি পদক্ষেপ?
কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তা একেবারেই অন্য রকম। রাজ্য সরকারি কর্মীদের আশা পূরণ তো দূরে থাক, সরকার কোন রকম উচ্চবাচ্য করেনি এখনো পর্যন্ত সেই কমিশনের (6th Pay Commission) রিপোর্ট নিয়ে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এখনো পর্যন্ত সেই রিপোর্ট জমা করেনি রাজ্য। এতে ক্ষুব্ধ হয়ে ইউনিটি ফোরামের কর্মীরা আরটিআই (RTI) করেছিলেন রাজ্যের বিরুদ্ধে। আর তার ফলে পুনরায় মামলা যায় কোর্টের কাছে।
আদালত অবমাননার অভিযোগ
আদালতের নির্দেশ লঙ্ঘন করার অপরাধে Contempt of Court এর চার্জ আনা হয় রাজ্যের বিরুদ্ধে। গত ৮ই মে ২০২৪ এই 6th Pay Commission নিয়ে মামলাটি দায়ের করেন ইউনিটি ফোরামের কর্মীরা। ২৪ মে তারিখে সেই মামলা গ্রহণ হয়েছে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। গ্রীষ্মকালীন বিরতির (Summer Vacation) পর কোর্ট খুললে আগামী ১৪ই জুন এর শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
সরকারি কর্মীদের টাকার দরকার হলে PF Account থেকে কিভাবে টাকা তুলবেন? EPFO এর নিয়ম জেনে নিন
এত টানাপোড়েনের পর রাজ্য সরকারি কর্মীরা কি জয়লাভ করবেন? রাজ্য কি রিপোর্ট দিয়ে নতুন পে কমিশন (New Pay Commission) চালু করার কথা বলবে? জানা যাবে এই দিনের শুনানিতেই। আর এই সিদ্ধান্ত নেওয়া হলে আখেরে রাজ্যের সকল কর্মীদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই 6th Pay Commission নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.