School Holidays in July: জুলাই মাসে স্কুল কলেজে ছুটি ঘোষণা। সারা মাসের সরকারি ছুটির তালিকা দেখে নিন

জুন মাস শেষ হয়ে পড়ে গেছে জুলাই। আর নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গেই হিড়িক পড়ে গেছে এ মাসে মোট কটা ছুটি (School Holidays) রয়েছে তা জানার। আসলে পড়ুয়া ছাত্র-ছাত্রী হোক বা চাকরিজীবীরা, সকলেই দীর্ঘদিনের একটানা কাজের পর একটু ছুটি চান।

West Begal School Holiday List in July 2024

কারণ সেই ছুটির দিনগুলিতেই (Holiday List) মানুষ তার আত্মীয়-স্বজন, পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে বিভিন্ন রকম ছোট-বড় আনন্দমূলক পরিকল্পনা করে থাকে। তাদের সুবিধার্থে আজ জুলাই মাসের সম্পূর্ণ ছুটির তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে। কবে কবে ছুটি, কি কি কারনে ছুটি, সব দেখে নিন এক নজরে।

জুলাই মাসে নির্ধারিত ছুটি:

জুলাই মাসে, সাপ্তাহিক ছুটি ছাড়াও, স্কুল-কলেজ ও সরকারি অফিস গুলি ছুটি (School Holidays) থাকবে মাত্র কয়েকদিনই। জুলাই মাসে চারদিনের সাপ্তাহিক ছুটি থাকবে। আনুষ্ঠানিকভাবে, চারটি রবিবারের পাশাপাশি আরও একদিন ছুটি থাকবে এই মাসে। ১৭ জুলাই, বুধবার, মহরম উপলক্ষে ভারত জুড়ে স্কুল বন্ধ থাকবে। এছাড়া অনেক জায়গায় মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পড়ুয়াদের ছুটি থাকবে।

জুলাই মাসের ছুটির তালিকা:

৭ জুলাই: প্রথম রবিবার
১৩ জুলাই: প্রথম শনিবার
১৪ জুলাই: দ্বিতীয় রবিবার
১৭ জুলাই: মহরম (মহরম ২০২৪)

আরও পড়ুন, আজ থেকে সারা দেশে কার্যকর হলো নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা। সাধারণ জীবনে কি কি প্রভাব ফেলবে দেখুন

২১ জুলাই: তৃতীয় রবিবার
২৭ জুলাই: চতুর্থ শনিবার (সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার ছুটি নেই)
২৮ জুলাই: চতুর্থ রবিবার উপরোক্ত ছুটি গুলি ছাড়াও জুলাই মাসে বিভিন্ন রাজ্য ও জেলা ও এলাকার ভেদে আরও বেশ কিছুদিন ছুটি ঘোষণা হতে পারে।

আরও পড়ুন, WhatsApp এ যুক্ত হলো Meta AI. এটির সুবিধা কি? কিভাবে ব্যাবহার করবেন? গোপনীয়তা ও সুরক্ষা আছে তো?

কোন স্থানীয় উৎসব বা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণবশত স্কুল কলেজ ও বিভিন্ন অফিস গুলি বন্ধ রাখা (School Holiday) হতে পারে নির্দিষ্ট স্থানে। এ সম্পর্কে জানার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা দপ্তর গুলির অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার জন্য। কারন যেকোনো ধরনের ছুটির ঘোষণা জারি হলেই তার সঙ্গে সঙ্গে আপডেট করা হয় ওই পোর্টালগুলোতে।

আরও পড়ুন, সরকারি কর্মীদের জন্য সুখবর! বকেয়া ডিএ পেতে পারেন খব শীঘ্রই।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment