weakly hot Stock which gave 28 percent return to investors: বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানির স্টক কিনে থাকেন। সেক্ষেত্রে বেশ কিছু কোম্পানি লাভের মুখ দেখাতে পারলেও, বহু কোম্পানির স্টক কেনার ফলে লোকশানের মুখ দেখতে হয়। তবে আজ আপনাদের জন্য এমন এক সংস্থার কথা বলব যেখানে বিনিয়োগ করলে আপনারা ঠকবেন না। উপরন্তু লাভবান হবেন।
সপ্তাহের সেরা শেয়ার (weakly hot Stock)
গেটওয়ে ডিস্ট্রি পার্কস একটি ইন্টার মডেল লজিস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা। এই সংস্থার গোটা দেশে ভালো পরিকাঠামো রয়েছে। এই সংস্থার নেটওয়ার্কে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো রয়েছেন ৯ টি। আর বেশ কিছু কনটেইনার মালবাহী স্টেশন রয়েছে। এটি দক্ষ লজিস্টিক অপারেশনের জন্য অত্যন্ত সুবিধাজনক ভাবে অবস্থান করছে। সামুদ্রিক বন্দরের মাধ্যমে পণ্য যাতে নির্বিঘ্ন ভাবে চলাচল করতে পারে এইজন্য সংস্থার ৩১ টি ট্রেনসেট আর ৫০০টির বেশি ট্রেলারের সুবিধা রয়েছে। এর মাধ্যমে পণ্য কোন অসুবিধা ছাড়াই সামুদ্রিক বন্দরের মধ্যে চলাচল করতে পারে। এর পাশাপাশি EXIM শিল্পের জন্য প্রথম এবং শেষ মাইল প্রদানের মাধ্যমে সম্পূর্ণ লজিস্টিক একটি সমাধান নিশ্চিত করে এই সংস্থা।
এই সংস্থার পরিষেবা
এই সংস্থার পরিষেবা গুলি হল-
- রেল ও সড়ক পরিবহন
- কন্টেইনার হ্যান্ডেলিং
- সাধারণ ও বন্ডেজ গুদাম জাতকরণ।
সম্প্রতি জানা গেছে গেটওয়ে ডিস্ট্রি পার্কস লিমিটেডের বিক্রয় প্রায় ৭.৫ শতাংশ বেড়ে গেছে এবং এই স্টকটি সপ্তাহের সেরা(weakly hot Stock) রিটার্ন দেওয়া শেয়ারগুলির মধ্যে একটি। আসলে এই কোম্পানি তাদের Q1FY24 ঘোষণা করেছিল। আর Q1FY23 -র তুলনায় কোম্পানির পরিচালন মুনাফা প্রায় ১০.৭ শতাংশ বেড়ে গেছে। Q1FY23 এর তুলনায় Q1FY24 ৩৬৯.৬৯ কোটি টাকায় পৌঁছে গেছে। এদিকে Q1FY23 -র বিপরীতে ১০০ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে। তবে কোম্পানির নিট মুনাফা গত বছরের তুলনায় প্রায় ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই কারণে Q1FY23 -এর তুলনায় বর্তমানে ৬২ কোটি ৪৭ লাখে দাঁড়িয়েছে।
জানিয়ে রাখি, একই সময়ে কোম্পানির বিক্রয় ও নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে। গত ৩ বছরে এই কোম্পানির বিক্রি বেড়েছে প্রায় ৩ শতাংশ। আর নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। ২০২২ সালের মার্চ মাসের তালিকাভুক্তির সময় থেকে ৩০ শতাংশ রিটার্ন দিয়েছে এই কোম্পানি। গত বছর গেটওয়ে ডিস্ট্রি পার্কস ২৮ শতাংশ রিটার্ন দিতে পেরেছে। এই কোম্পানির কাছে ১৪ শতাংশের ROE থাকার পাশাপাশি রয়েছে ১২.৮ শতাংশের ROCE। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার এই কোম্পানির শেয়ার ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্ক্রীপটি ১.৭৩ গুণের বেশি বেড়েছে। এছাড়াও ৯০.৬৬ টাকার ইন্ট্রাডে হাই-এ ট্রেড করেছে। বিনিয়োগকারীরা চাইলে এই কোম্পানির ট্রেন্ডিং স্টকের দিকে নজর রাখতে পারেন।
Disclaimer
এই প্রতিবেদনটিতে শুধুমাত্র সপ্তাহের সেরা(weakly hot Stock) শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে কাউকে শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য প্রোরচনা দেওয়া হচ্ছে না। এই প্রতিবেদনটি শুধুমাত্র বিনিয়োগকারীদের জ্ঞানের উদ্দেশ্যে।
আরোও পড়ুন » Fixed Deposit এ 10% সুদ ঘোষণা। এইভাবে টাকা রাখলে, ঝড়ের গতিতে বাড়বে টাকা।