গরমের মধ্যে চুপি সারে একধাক্কায় বেড়ে গেল Electric Bill? কারেন্ট বিল নিয়ে রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL কি জানালো?

মধ্যবিত্তের মাথায় হাত! দুর্ধর্ষ গরমের মধ্যে চুপিসারে বিদ্যুৎ বিল (Electric Bill Price) বেড়ে গেল রাজ্যে? এই নিয়ে ঘোষণা জারি করেছে বিদ্যুৎ সংস্থা!! স্বাভাবিকভাবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে কুলার, এসি, ফ্যান, ফ্রিজ ইত্যাদির ব্যবহারও বেড়েছে বর্তমানে প্রতিটি বাড়িতে। বিদ্যুৎ বিলের পরোয়া না করেই মানুষ ব্যবহার করছে এই গুলি। কিন্তু জানেন কি, এই সুযোগকেই কাজে লাগিয়েছে রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL এমনটাই বলছেন অনেকে।

Electric Bill Hike Update In West Bengal.

সম্প্রতি ইউনিট প্রতি বিদ্যুতের দাম আগের তুলনায় বাড়ানো হয়েছে সংস্থার তরফ থেকে। পুরনো ট্যারিফের (Electric Bill New Tariff) তুলনায় নতুন ট্যারিফ কত টাকা বেড়েছে, তার একটি তালিকা দিয়েছে সংস্থা। সেই সঙ্গে বিদ্যুৎ এর এই হঠাৎ দাম বাড়ানো নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তারা। আর এই কথা শুনে রীতিমত রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের নতুন চিন্তা শুরু হয়েছে। জেনে নেব কি বলা হলো তাদের তরফে।

WBSEDCL Increased Tariff On Electric Bill?

ইউনিট প্রতি বিদ্যুতের দাম (Electric Bill Price) বাড়িয়েছে রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL (West Bengal State Electricity Distribution Corporation Limited) Domestic Customer দের জন্য Old Tariff গুলি পরিবর্তন করে আনা হয়েছে New Tariff. কয়েকদিন আগে থেকেই এই তালিকা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই খবর কি আদৌ সত্যি? বেড়ে কত টাকা হল নতুন দাম?

WBSEDCL জানিয়েছে কয়েকদিন আগে থেকেই এই ধরনের একটি পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে নেট দুনিয়ায়। এটি কেবল মানুষকে বিভ্রান্ত করার জন্য বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। বর্তমানে বিদ্যুতের দাম (Electric Bill) বাড়ানোর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি সংস্থার তরফে। আগের যা রেট অনুযায়ী মানুষ বিল দিত এখনো সেই অনুযায়ীই বিল দেওয়া হবে।

WBSEDCL Explained The Electric Bill Hike Matter

রাজ্যের বিদ্যুৎ সংস্থা বলেছে, “সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে জানানো হয়েছে ১ এপ্রিল ২০২৪ থেকে নতুন ট্যারিফ চালু হচ্ছে অর্থাৎ ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত যে Electric Bill গুলো সে গুলি পুরোনো ট্যারিফ অনুযায়ী দিতে হবে অর্থাৎ যদি কারোর তিনমাসের বিল শুরু হয় জানুয়ারির ২৭ তারিখ থেকে এবং তা ডিউ থাকে এপ্রিলের ২৭ তারিখ পর্যন্ত, তাহলে জানুয়ারির ২৭ থেকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত তার Electric Bill আসবে পুরনো ট্যারিফ অনুযায়ী।

রেশন কার্ড (Ration Card)

আর ১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত Electric Bill আসবে নতুন দাম অনুযায়ী। অর্থাৎ প্রথম ৬৪ দিনের বিদ্যুৎ হবে পুরনো আর বাকি ৩০ দিনের নতুন ট্যারিফ অনুযায়ী। দুটি স্লাব ভেঙে ওই পোস্টে দেখানো হয়েছে। ট্যারিফ চার্টে বলা হয়েছে, প্রথম স্লাব ১০২ ইউনিট অর্থাৎ ১০২/৯১৬৪ দিন বা ৭২ ইউনিট হচ্ছে পুরনো ট্যারিফ অনুযায়ী। অপরদিকে দ্বিতীয় স্লাব ১০২-৭২ বা ৩০ ইউনিট হচ্ছে নতুন ট্যারিফ মতো।

স্কুলে ফাঁকি দেওয়ার দিন শেষ, Digital Attendance চালু হচ্ছে স্কুল খুললেই। শিক্ষক ও ছাত্রদের জন্য কড়া নিয়ম।

কিন্তু এটা এভাবে দেখানো হয়নি। WBSEDCL জানায়, “১০২ ইউনিটের চার্জ নেওয়া হয় ১০২ x ৫ টাকা অতএব ৫১০ টাকা। সেটাকে সোশ্যাল মিডিয়ার বিলে দেখানো হয়েছে ৭২ x ৫ অতএব ৩৬০ টাকা। আর ৩০ x ৫ অতএব ১৫০ টাকা। মোট ৫১০ টাকা। কিন্তু রাজ্যের বিদ্যুৎ সংস্থা বলেছে নতুন এবং পুরনো টেরিফের মধ্যে কোন পার্থক্য নেই। অতএব বোঝাই যাচ্ছে যে এই Electric Bill বৃদ্ধি নিয়ে খবরটি সম্পূর্ণ ভ্রান্ত ছাড়া আর কিছুই নয়।
Written by Nabadip Saha.

চাকরিজীবীরা PF Balance কিভাবে চেক করবেন? প্রতিমাসে টাকা ঢুকেছে কিনা, সুদ কত? এইভাবে চেক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment