WBPSC Recruitment – রাজ্যে বহুদিন পর Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের আগে বিস্তারিত জেনে নিন।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC Recruitment) সম্প্রতি একটি গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে? তার সম্পূর্ণ বিবরণ প্রতিবেদন থেকে জেনে নিন।

Advertisement

WBPSC এর অধীনে গ্রুপ সি পদে নিয়োগ (WBPSC Recruitment 2023)

WBPSC এর অধীনে গ্রুপ সি পদে নিয়োগ করানো হবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (বাংলা, নেপালী, সাঁওতালি)। উক্ত পদের জন্য মোট ১৪টি আসন খালি রয়েছে। যার মধ্যে ওবিসিদের জন্য ২টি, এসসিদের জন্য ৫টি, পিডব্লিউবিডি-র জন্য ১টি এবং জেনারেলদের জন্য ৬টি আসন সংরক্ষিত রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে নিযুক্ত কর্মীকে WBPSC এর বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

কেন্দ্র অথবা রাজ্য সরকারের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, বাংলা, নেপালী এবং সাঁওতালি ভাষায় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবেই উক্ত পদে আবেদন করা যাবে।এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে নিম্নে দেওয়া WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে পারেন।

বয়সসীমা (Age Limit)

অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য ০১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৯ বছর।

নিয়োগ প্রক্রিয়া (Requirements Process)

উক্ত পদে আবেদনকারীদের দুটি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। প্রথমে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউয়ের জননন ডাকা হবে। ইন্টারভিউয়ে পাশ করলে যোগ্য প্রার্থীদের উক্ত পদে নিয়োজিত করা হবে।

Advertisement
Job offer for wb employment exchange card holders

আবেদন পদ্ধতি (Application Process)

উক্ত পদে আবেদন করার জন্য সর্বপ্রথম wbpsc.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় নথি, সিগনেচার ও ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। সব শেষে আবেদন মূল্য জমা করে সাবমিট করতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।

আবেদন মূল্য (Application Fee)

উক্ত পদের জন্য জেনারেল প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো রখম আবেদন মূল্য প্রয়োজন পড়বে না।

আরোও পড়ুন » Teacher Recruitment – পশ্চিমবঙ্গে এক ধাক্কায় 80 হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সবার আগে নিয়ম জেনে নিন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

প্রসঙ্গত উল্লেখ্য, এখনো উক্ত পদে আবেদন শুরু হয়নি। আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ২৪শে অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment