PSC Recruitment – পশ্চিমবঙ্গে নতুন সরকারি চাকরিতে নিয়োগের আশা। হাইকোর্টের নির্দেশে খুশি চাকরিপ্রার্থীরা।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুসংবাদ (PSC Recruitment). কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এর আগে বহুবার বিভিন্ন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার পেয়েছে চাকরিপ্রার্থীরা। তবে এবার নিয়োগ নিয়ে রাজ্যের হাইকোর্ট যে নির্দেশ দিল তাতে বদলে গেল পুরো নিয়োগ প্রক্রিয়াটাই। পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) মাধ্যমে রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার কাজ বহুদিন থমকে ছিল। পরীক্ষা একের পর এক হয়ে যাচ্ছে। কিন্তু নিয়োগের কোন সম্ভাবনা নেই।

West Bengal PSC Recruitment Latest Update.

WBCS, জুডিসিয়াল সার্ভিস ইত্যাদি পরীক্ষা গুলি হয়েছে গত বছরের শেষ দিকে। চলতি বছরেও মার্চ মাসের ১৬ তারিখ শেষ হয়েছে ফুড এস আই পদের পরীক্ষা (Food SI PSC Recruitment). কিন্তু নিয়ম মাফিক পরীক্ষা হলেও তাতে নিয়োগের কোন আশা দেখছেন না চাকরিপ্রার্থীরা। এই কারণেই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তারা হাইকোর্টে।

যার পরিপ্রেক্ষিতেই এবারে চূড়ান্ত রায় ঘোষণা করল হাইকোর্ট। যা বলা হলো তাতে স্বস্তি মিললো লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের। চাকরির নোটিফিকেশন জারি হচ্ছে, চাকরিপ্রার্থীরা পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু ইন্টারভিউ সম্পন্ন হচ্ছে না অথবা ইন্টারভিউ (PSC Recruitment) হলেও নিয়োগপত্র হাতে মিলছে না চাকরিপ্রার্থীদের। এই নিয়ে ক্রমশ হতাশায় ভুগছিলেন বেকাররা।

এই কারণেই দ্রুত এবং স্বচ্ছ ভাবে PSC Recruitment প্রক্রিয়া সম্পন্ন করতে বলার জন্য তারা আর্জি জানিয়েছিলেন হাইকোর্টের কাছে। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গ্রহণ করে সেই মামলাটি। এরপর কয়েকবার শুনানি হয়েছে। WBPSC কেও তলব করেছে হাইকোর্ট। পিএসসি জানিয়েছে, তাদের আগের চেয়ারম্যান অবসর নেওয়ার পর থেকে বেশ অনেক মাস যাবত ফাঁকা ছিল সেই পদটি।

এদিকে চেয়ারম্যান ছাড়া তো আর কমিশনের কাজ চলে না। সেই কারণেই নাকি PSC Recruitment প্রক্রিয়া এতদিন করা হয়নি তাদের তরফে। এদিকে চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে হাইকোর্ট মন্তব্য করেছে, “দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকা অগ্রহণযোগ্য। সেই সঙ্গে তারা পিএসসিকে নির্দেশ দিয়েছেন, “যত দ্রুত সম্ভব স্বচ্ছ ভাবে সমস্ত নিয়োগ সম্পন্ন করতে হবে।

Teacher Recruitment (পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ)

যাদের ইন্টারভিউ হয়নি তাদের ইন্টারভিউ করতে হবে। যারা জয়েনিং লেটার পায়নি তাদেরকে জয়েনিং লেটার দিয়ে শীঘ্রই চাকরিতে নিয়োগ (PSC Recruitment) করতে হবে। হাইকোর্টের নির্দেশ স্বস্তি জাগিয়েছে চাকরিপ্রার্থীদের মনে। হয়তো এবার খুব শীঘ্রই জমে থাকা সমস্ত নিয়োগ সম্পন্ন করবে পাবলিক সার্ভিস কমিশন। আর তার সঙ্গে জারি হবে নতুন বিজ্ঞপ্তিও। তবে এই ঘটনা পিএসসির সামনে বেশ চ্যালেঞ্জ খাড়া করে দিয়েছে বলা যায়।

ভারতীয় জীবন বীমা নিগমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?

কারণ হাইকোর্টের রায় অনুযায়ী পিএসসিকে এখন অতি দ্রুততার সঙ্গে ইন্টারভিউ, ফলাফল প্রকাশ, নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া (PSC Recruitment) একদিকে করতে হবে, আবার অন্যদিকে নতুন বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষাও শুরু করতে হবে। আর এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গের সকল সরকারি চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা হতে চলেছে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কি করা হচ্ছে।
Written by Nabadip Saha.

1500 টাকা প্রতিমাসে পাবেন সরাসরি ব্যাংক একাউন্টে। এমন সুযোগ বার বার আসে না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment