২০২৪ সালের ফুড সাব ইনস্পেক্টর পরীক্ষার রেজাল্ট (Food SI Result) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission). আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হন এবং এই বছর Food SI পরীক্ষা দিয়ে থাকেন তবে প্রতিবেদনটি আপনারই জন্য। গত মাসেই রাজ্যজুড়ে পিএসির মাধ্যমে নেওয়া হয়েছিল ফুড সাব ইন্সপেক্টর পদে প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শেষ হবার পর থেকেই তার রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে প্রশ্ন ছিল পরীক্ষার্থীদের মনে।
WBPSC Food SI Result 2024.
এবার পাবলিক সার্ভিস কমিশন মারফত এলো বড় আপডেট। Food SI Result কবে বেরোচ্ছে, সেই নিয়ে অফিসিয়াল দিনক্ষণ জানিয়ে দিলেন তারা। দেখে নিন বিস্তারিত আজকের প্রতিবেদনে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বের হয় ফুড এস আই পদের পরীক্ষার বিজ্ঞপ্তি। মোট ৪৮০টি শুন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল পাবলিক সার্ভিস কমিশন।
এই বছর মার্চ মাসে ১৬ এবং ১৭ তারিখ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পিএসসি নিয়ন্ত্রণাধীন পরীক্ষা কেন্দ্রে ফেলা হয়েছিল এই পরীক্ষা (Food SI Result). মোট ৬টি শিফটে দুই দিন ধরে পরীক্ষা চলে। প্রায় ১৫ লক্ষের কাছাকাছি প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিল বলে জানা যায়। যার মধ্যে প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে ছিল বলে সূত্রে খবর। সব কিছু ঠিক ঠাক থেকেই শুরু হয়েছিল পরীক্ষা।
কিন্তু তা সত্ত্বেও পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়ংকর দুর্নীতি ঘটে এবারের পরীক্ষায়। ফোনে ছবি তুলে Whatsapp এর মাধ্যমে তা শেয়ার করে দেওয়া হয়। যদিও এর প্রতিবাদে ১৯ এবং ২০ মার্চ কমিশনের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ জানান পরীক্ষার্থীরা। দ্রুত সেই পরীক্ষার রেজাল্ট (Food SI Result) জারি করে আবারও স্বচ্ছ ভাবে নিয়োগ করতে বলেন তারা পি এস সি কে।
কিন্তু Food SI Result নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। এরপর থেকে পরীক্ষার্থীরা চিন্তায় রয়েছেন এই বারের রেজাল্ট নিয়ে। কবে রেজাল্ট বেরোচ্ছে? কার রেজাল্ট কেমন হবে এই দুর্নীতির মাঝে? সেটাই সকলের আশঙ্কা। যাই হোক এরই মাঝে এখন সুখবর রয়েছে Food SI পদের পরীক্ষার্থীদের জন্য। বর্তমানে জানা গেছে এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর সম্ভাব্য দিনক্ষণ।
সব কিছু ঠিক চললে আগামী মে মাসেই ঘোষণা হতে পারে পরীক্ষার ফলাফল। যদিও পিএসসির তরফে কোন অফিশিয়াল নোটিশ এখনো জারি করা হয়নি এই নিয়ে। বিজ্ঞপ্তি বেরোলে তবে এই স্পষ্টভাবে জানা যাবে সব কিছু। তবে সমস্ত রকম দুর্নীতি কাটিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে তৎপর রয়েছেন তারা। তাই আশা করা যায় দ্রুততার সঙ্গেই এক্ষেত্রে কাজ (Food SI Result) সম্পন্ন করা হবে।
পোস্ট অফিসে ডাক পিওন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। পরীক্ষার সিলেবাস ও কিভাবে আবেদন করবেন?
Food SI Result ও অন্যান্য বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in ভিজিট করে নিতে পারেন। আর এই রেজাল্ট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।Written by Nabadip Saha.
11000 টাকা রোজগারের সুযোগ পাবেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। কিভাবে এই সুবিধা পাবেন?