রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দফতরের নয়া বিজ্ঞপ্তি। বহু দিনের দাবি পূরণ।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের অর্থদফতরের (WB Finance Department) তরফে এক দরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই জানি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মধ্যে বিশদ একটা ফারাক আছে বেতন পরিকাঠামোর। বেতন পরিকাঠামোর সাথে সাথে সরকারি চাকরির আরো একটা বড় সুবিধা হল অবসর কালে পেনশনের ব্যবস্থা।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্থদফতরের জরুরি বিজ্ঞপ্তি।

প্রতিটি রাজ্য সরকারি কর্মচারী চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, এরিয়ার ছাড়াও তার জমানো কিছু টাকা সুদ সহ ফেরত পায়। অবসর যাপনের পরে যে টাকা গুলি সরকারি কর্মী ফেরত পায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্সিওরেন্স কাম সেভিংস এর টাকা। সম্প্রতি পশ্চিমবঙ্গের অর্থদপ্তর (WBFIN) গ্রুপ ইন্সিওরেন্সের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটিতে কী বলা হয়েছে সে সম্পর্কে জানতেই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

রাজ্য সরকারি কর্মচারীরা যে গ্রুপ ইনসিওরেন্সের স্কিমটি করে থাকেন সেটি হল GISS স্কিম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী চাকরি করতে করতে এই স্কিমে কিছু টাকা সঞ্চয় করে থাকে। এই সঞ্চিত টাকা ব্যক্তিটি অবসর যাপনের পর সুদসহ পেয়ে থাকে। অর্থ দপ্তর বর্তমান কালে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি হল ১৯৮৭ সালের জি আই এস এস টেবিল অফ বেনিফিট। এই বেনিফিট সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে ২০২৩-২৪ সালে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

১৯৮৭ সালের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার পর থেকে তাদের GISS স্কিম করাতে হয়। এই স্কিমের প্রিমিয়াম হিসাবে ১০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত ব্যাংক একাউন্ট থেকে সরাসরি জমা করে নেওয়া হয়। আর এই সমস্ত টাকা গুলি রাজ্য সরকারি কর্মচারী অবসর যাপনের সময়ে সুদে আসলে ফেরত পান। এবার পশ্চিমবঙ্গের অর্থদপ্তর যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে সমস্ত সরকারি কর্মীরা ১লা নভেম্বর থেকে ৩১ শে জানুয়ারি ২০২৪ এর মধ্যে রিটায়ার্ড করবেন তারা কত টাকা বেনিফিট হিসাবে পাবেন।

Madhyamik HS Exam – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি খবর! ৩ মাস আগেই জেনে নিন।

তবে শুধু যে বেনিফিটের হিসাব দেওয়া আছে তা নয়। এর সাথে সুদের হারও বিস্তারিত দেওয়া আছে। সরকারি চাকরি যারা করেন তারা এই বিজ্ঞপ্তিটি দেখলে জানতে পারবেন ১৯৮৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত GISS এর স্কিমের সুদের হার কী রয়েছে। কি অদলবদল হয়েছে। বেনিফিটের যে টেবিলটি এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেটি ১০ টাকা হিসেবে দেওয়া হয়েছে। যাদের স্কিম ২০ টাকা ৪০ টাকা বা ৮০ টাকা করে দেওয়া হয় তারা অনুপাতের হিসাবটি ১০ টাকার মত করে করে দেবেন।
Written by Nupur Chattopadhyay.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment