WBCHSE HS Exam 2022 – উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে, গুরুত্বপূর্ণ ঘোষণা

পূজাবকাশের পরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচী ঘোষিত হয় (WBCHSE HS Exam 2022)। তার সাথে এটাও জানা যায় মাধ্যমিক হবে অন্য স্কুলে এবং উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই। এবং মাধ্যমিকের টেস্ট হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্কুলের উপরেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু অতিমারীর আবহে পরিস্থিতিটা পাল্টেছে।

এতদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট নেওয়া হত মূলত চূড়ান্ত বোর্ড পরীক্ষায় কাদের পাঠানো যায়, সেই যোগ্যতা যাচাইয়ের জন্য।কিন্তু বর্তমার পরিস্থিতে, টেস্টের আরও একটি বড় ভূমিকা রয়েছে। যেটি হল চূড়ান্ত পরীক্ষার বিকল্প মূল্যায়নী ভূমিকা। WBCHSE HS Exam 2022

বিভিন্ন স্কুলের শিক্ষক মহল মনে করছেন, গত বছরের মতো এ বারেও শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলে টেস্টের নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা সম্ভব হবে। এছাড়াও গত বছর ও নভেম্বর ডিসেম্বর মাসে অতিমারীর গ্রাফ নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ফেব্রুয়ারী মার্চ মাস থেকেই বাড়তে শুরু করে। আগের বছর পরীক্ষার রুটিন প্রকাশ করেও পরবর্তীতে পরিস্থিতির কারণে বাতিল করতে হয়। WBCHSE HS Exam 2022

তাই কোনো কারণে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যদি পরীক্ষা না হয়, সেক্ষেত্রে এই পরীক্ষাটা ফল প্রকাশের অন্যতম বিকল্প হবে। গত বছর ফল প্রকাশের পর বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা তার জলজ্যান্ত প্রমান।

তাই উচ্চ মাধ্যমিকের টেস্টের বিষয়টি স্কুলের ইচ্ছার উপরে ছেড়ে না দিয়ে সেটি বাধ্যতামূলক করার দাবি তুলেছেন তাঁরা। এবং তাঁরা চাইছেন, টেস্ট নেওয়ার ব্যবস্থা হোক অফলাইনে, অর্থাৎ নিজের স্কুলে গিয়ে।

আরো পড়ুন, পরীক্ষা হবে নিজের স্কুলে কিন্তু মানতে হবে এই নিয়ম অর্থাৎ নিজের স্কুলে

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সম্প্রতি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে ডিসেম্বরের শেষে মাধ্যমিকের টেস্ট নেওয়া হবে। কিন্তু উচ্চ মাধ্যমিক এর টেস্ট পরীক্ষার ব্যাপারে কার্যত ঐচ্ছিক করা হয়েছে। সেক্ষেত্রে সব স্কুল যে টেস্ট নেবেই তার কোনো নিশ্চয়তা থাকছে না।
শিক্ষকদের বক্তব্য, গত বছর কিছু স্কুল নিজেদের উদ্যোগে মক টেস্ট বা মহড়া পরীক্ষা নিয়েছিল। কিন্তু তা উচ্চ মাধ্যমিকের মূল্যায়নে কাজে আসেনি। কারণ, সব স্কুল সেই পরীক্ষা নেয়নি।

অন্যদিকে শিক্ষাদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা নিয়ে বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে। সংসদ এখনো ঘোষণা করেনি যে টেস্ট হবে না। আশাকরা যাচ্ছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে শিক্ষকদের একাংশের বক্তব্য, ডিসেম্বরের শেষ নাগাদ মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের ও টেস্ট হবে। পড়ুয়াদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সাথে এই পরীক্ষা কে ফাইনাল পরীক্ষা ধরে নিয়েই সর্বোচ্চ প্রস্তুতির সাথে প্রস্তুত হতে হবে। আপনাদের মতামত কি, টেস্ট পরীক্ষা কি বাধ্যতামূলক হওয়া উচিৎ, নীচে কমেন্টের মাধ্যমে জানাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment