Madhyamik HS Result – মাধ্যমিক ও HS পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন? অনলাইন পদ্ধতি দেখে নিন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় ঘোষণা হলো রাজ্যে (Madhyamik HS Result). বহুদিন ধরেই ছাত্র ছাত্রীদের মনে চিন্তা চলছে এই বছরে পরীক্ষা গুলির রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে। পরীক্ষা শেষ হবার পর থেকে রেজাল্ট এর অপেক্ষায় মুখিয়ে রয়েছে তারা ও তাদের অভিভাবকরা। বিভিন্ন সংবাদ মাধ্যমে পরীক্ষার রেজাল্ট (Madhyamik Pariksha) নিয়ে বিভিন্ন খবর ছড়াচ্ছে।

Madhyamik HS Result Publish Very Soon.

যাতে বিভ্রান্তি আরো বাড়ছে বই কমছে না। সেই সব জল্পনা কাটিয়ে এবার সঠিক উত্তর পাওয়া গেল পর্ষদ ও সংসদের তরফ থেকে (Madhyamik HS Result). সম্প্রতি এই দুই পরীক্ষারই রেজাল্ট এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন দিন আদৌ বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আর কোন দিন উচ্চ মাধ্যমিকের তা সরাসরি জানা গেছে বিজ্ঞপ্তি মারফত। দেখে নেওয়া যাক।

Madhyamik HS Result Publish Date

ছাত্র ছাত্রীদের জীবনের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব বিশাল (Madhyamik HS Result). এই দুই পরীক্ষার উপর অনেকটাই নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা। তাই এই গুলি নিয়ে একটা চিন্তা থাকে সকলেরই মনে। পরীক্ষার রেজাল্ট কেমন হলো? কে কেমন নাম্বার পেল? তার ওপর নির্ভর করে সব কিছু। সে কারণেই রেজাল্টের (Madhyamik HS Result) অপেক্ষায় দিন গুনতে থাকে পরীক্ষার্থীরা।

প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৮৮ দিনের মধ্যে বেরোয় মাধ্যমিকের রেজাল্ট। এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। অপরদিকে উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ই ফেব্রুয়ারি আর শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি তারিখে। তাই সকলেরই আন্দাজ ছিল মে মাসে হয়তো পরীক্ষার রেজাল্ট (Madhyamik HS Result) বেরোবে। কিন্তু পরে এই নিয়ে সংশয় দেখা দেয়।

কারণ মাঝে পড়ে গিয়েছে লোকসভা ভোট। এপ্রিলের শেষ থেকে জুন এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ভোটদান। আর ভোটের মাঝে কোনভাবেই পরীক্ষার রেজাল্ট (Madhyamik HS Result) বেরোনো সম্ভব নয়। তাই কেউ বলতে থাকে এপ্রিলেই বেরিয়ে যাবে রেজাল্ট, কেউ আবার বলে মে তেই বেরোবে, আবার অনেকের মতে ভোট শেষ হলে জুনে বেরোবে। কিন্তু ঠিক কোন দিন রেজাল্ট বেরোচ্ছে তা জানিয়ে এবার সকলকে স্বস্তি দিলো পর্ষদ ও সংসদ।

Madhyamik HS Result Out Official Date Disclosed By WBBSE & WBCHSE

এই বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোচ্ছে সেই নিয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দুই পরীক্ষার অথরিটির তরফে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২রা মে ২০২৪ তারিখে বেরোবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বেলা ১০টা থেকে অনলাইনে আপলোড করা হবে রেজাল্ট। ছাত্র ছাত্রীরা তাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ এন্ট্রি করে রেজাল্ট (Madhyamik HS Result) চেক করতে পারবেন।

এরপর সংসদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে জেনে নেব। আগেই বলা হয়েছিল যে এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের (Madhyamik HS Result) আগে বের হবে। সেই ঘোষণামতেই কাজ হল এবার। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর দিন ফেলা হয়েছে এপ্রিলের শেষের সপ্তাহে। সম্ভবত এই মাসের ২৭, ২৮ তারিখ করেই বেরোতে পারে রেজাল্ট।

HS Exam (উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট)

How To Check Madhyamik HS Result Online?

১. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেমন www.wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com.
২. যে কোনো একটিতে গিয়ে হোমপেজে “Secondary Examination Result 2024” অথবা “Higher Secondary Result 2024” লিংকের উপর ক্লিক করতে হবে।

পশ্চিমবঙ্গে PSC এর মাধ্যমে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ।

৩. Enter Your Registration No বক্সে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং Enter Your Roll No এডমিট কার্ডের রোল নম্বর বসাতে হবে।
৪. Enter Date Of Birth এর বক্সে নিজের ডেট অফ বার্থ নির্বাচন করতে হবে।
৫. সবশেষে Submit বাটনে ক্লিক করে দিলেই রেজাল্ট লোড হয়ে যাবে স্ক্রিনে।
Written by Nabadip Saha.

প্যান আধার লিংক নিয়ে ফের বড় নির্দেশ। একদম অবহেলা করবেন না!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment