মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষার আগেই বিরাট সুখবর, শুনলেই মন খুশি হয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষা আর কয়েকদিন পরই। আর এরই মধ্যে পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE). এবার থেকে অনলাইনেই পাওয়া যাবে পরীক্ষার শংসাপত্র থেকে রেজাল্ট। নতুন ওয়েবসাইট চালু করলেন মমতা।

এবার থেকে ঘরে বসেই একটি ক্লিকে পাওয়া যাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার শংসাপত্র। অনলাইন পোর্টালের মাধ্যমে এই শংসাপত্র সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা। গত বৃহস্পতিবার এই মর্মে একটি অনলাইন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নতুন পোর্টালের অনলাইনে সহজেই মাধ্যমেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষার কয়েকদিন আগেই বিকাশ ভবনে হয় পোর্টালটির উদ্বোধন করেন। এই অনলাইন পোর্টালটির নাম দেওয়া হয়েছে ‘বাংলার আই ক্লাউড’। এই পোর্টালের মাধ্যমে ২০১৫- ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সকল পড়ুয়ারা সংগ্রহ করে নিতে পারবেন তাদের নিজস্ব মার্কশিট ও শংসাপত্র। তবে ডাউনলোড করার জন্য বেশ কিছু ধাপ পেরোতে হবে ছাত্রছাত্রীদের।

অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে সহজেই সংগ্রহ করা যাবে শংসাপত্র?
১) ছাত্র-ছাত্রীদের পোর্টালটিতে ঢুকে, ‘ডিজি লকার’ অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর নিজেদের আধার নম্বর অথবা ফোন নম্বর, ইউজার নেম, এবং সিকিউরিটি পিন দিতে হবে পরীক্ষার্থীদের।
৩) নিজেদের আধার নম্বর অথবা ফোন নম্বর, ইউজার নেম ও সিকিউরিটি পিন দেওয়ার পরেই পড়ুয়া নিজের শংসাপত্রটি সংগ্রহ করে নিতে পারবেন।

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন PDF Download

তবে শুধু পরীক্ষার শংসাপত্র ও রেজাল্টই নয়, আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের অন্তর্গত বিদ্যালয়গুলির নো অবজেকশন সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে এই পোর্টাল থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত ২০১৫ থেকে ২০২১ সালের সমস্ত শংসাপত্র ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ‘ডিজি লকারে’।

অন্যান্য বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শংসাপত্র এবং মার্কশিটও খুব তাড়াতাড়ি আপলোড করে ফেলা হবে বলে জানা যাচ্ছে। ফলত এরপর সেই সমস্ত বছরের উত্তীর্ণ পরীক্ষার্থীরাও এই অনলাইন পোর্টালের সুবিধা ভোগ করতে পারবেন।
পোর্টালটির লিংক :
https://banglaricloud.wb.gov.in/

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষা কবে?

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষা আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সারা রাজ্যের স্কুলে স্কুলে। তাই এই প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষার প্রশ্নপত্রও তৈরী করতে ব্যস্ত শিক্ষক শিক্ষিকারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেষ্ট পরীক্ষার আগেই বিষয়ভিত্তিক সাজেশন দেওয়া হবে। সঙ্গে থাকুন।
Written by Antara Banerjee.

মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment