সারা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট (Madhyamik Result 2024). পর্ষদের এক সিদ্ধান্তের জেরে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বরে পড়তে চলেছে ব্যাপক প্রভাব। কারোর নম্বর বাড়বে তো কারোর কমবে। যার কারণে বর্তমানে আশঙ্কা দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মনে। এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শেষ হয়েছে প্রায় আড়াই মাস হল। এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছেন পরীক্ষার্থীরা।
WBBSE Madhyamik Result 2024.
আর এই মুহূর্তে মাধ্যমিকের খাতা পুনরায় রিভিউ করতে নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষকরা ইতিমধ্যেই নম্বর সাবমিট করেছেন বোর্ডের কাছে। কিন্তু তাকে অগ্রাহ্য করে পুনরায় খাতা দেখতে বলা হল। এখন কি হবে পরীক্ষার্থীদের? কাদের নম্বর বাড়বে আর কাদের কমবে? সেটাই দেখার বিষয় রেজাল্টে (Madhyamik Result 2024). এই বছর থেকে মাধ্যমিক পরীক্ষার নম্বর অনলাইনে সাবমিট করার পদ্ধতি চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).
ইতিমধ্যেই পরীক্ষার্থীদের খাতা দেখে নম্বর বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষকরা। তবে এক্ষেত্রে একটি ত্রুটি দেখেছে পর্ষদ (Madhyamik Result 2024). কেউ সাতটি বিষয়ের মধ্যে পাঁচটিতে করেছে ভালো নম্বর। কিন্তু বাকি দুটিতে তার প্রাপ্ত নম্বরে বেশ হেরফের রয়েছে। যা অন্যান্য পাঁচটি সাবজেক্ট এর তুলনায় অনেকটাই কম। এক্ষেত্রে পর্ষদ আশঙ্কা করেছে যদি পরীক্ষার্থীরা তাদের খাতা দেখে পরবর্তীকালে রিভিউ বা স্ক্রুটিনি করতে দেয় তাহলে বিপদে পড়বে পর্ষদ।
তাদের বিরুদ্ধে আরটিআই এর চার্জ আসতে পারে। বিগত বছর গুলিতে প্রায়শই মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে ছাত্র ছাত্রীদের নম্বরে ভুল আসতে। অনেকের নম্বর কম থাকতো রেজাল্টে (Madhyamik Result 2024). পরে রিভিউ করলে তা বেড়ে যেত। আবার কারো কারোর ক্ষেত্রে নম্বর বাড়ার জন্য রিভিউ করতে দিলে তা কমেও যেত। এইভাবে নম্বর হেরফেরের জেরে অনেকবার সেরা দশের মেধা তালিকাতেও অদল বদল করেছে পর্ষদ।
তবে এইবার যাতে আর সেই রকম কোন ত্রুটি না হয় সে কারণেই বিশেষ সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। একবার নয় দুবার যাচাই করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা। আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল দুপুর দুটো পর্যন্ত সময় দেওয়া হয়েছে পরীক্ষকদের। এর মধ্যে পুনরায় পরীক্ষার্থীদের খাতা বিচার করে নম্বর অনলাইনে সাবমিট করতে হবে পর্ষদের কাছে। সেই নম্বরের উপর ভিত্তি করেই তৈরি হবে ছাত্র ছাত্রীদের ফাইনাল মার্কশিট (Madhyamik Result 2024).
এই দিকে পরীক্ষকদের আন্দাজ, ভুলবশত অনেক পরীক্ষার্থীর নম্বর কম দেওয়া হতে পারে। রিভিউ করলে তাদের নম্বর বেড়ে যাবে। আবার এমনও অনেকে থাকতে পারেন যাদের নম্বর বেশি দিয়ে দেওয়া হয়েছে। রিভিউ করলে তাদের নম্বর কমে যাবে খাতায়। এরই মাঝে এই বছর মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) প্রকাশের দিনক্ষণও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অনেকের আন্দাজ ছিল প্রতি বছরের মতো এবারও তিনমাস বাদে মে তে বেরোবে রেজাল্ট।
কিন্তু উল্লেখ্য, এপ্রিলের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন যা চলবে ২ জুন পর্যন্ত। তাই এই মুহূর্তে যদি রেজাল্ট বের না করা হয় তাহলে সেই জুন মাস, অনেক দেরি হয়ে যাবে বলে মনে করেছে পর্ষদ। সেই জন্য তাদের তরফ থেকে একটি অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে, এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2024) এপ্রিলের তৃতীয় সপ্তাহে বের হতে পারে। খুব সম্ভবত ২৫শে এপ্রিল ২০২৪ তারিখই সেই দিন।
এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।
এই দিকে রেজাল্ট (Madhyamik Result 2024) বেরোনোর প্রাক্কালে খাতা রিভিউ এর নির্দেশ পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখবে বলে মনে করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ। তবে এখনো Madhyamik Result 2024 বা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি স্পষ্ট করে পর্ষদের তরফে। এই জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।Written by Nabadip Saha.
উচ্চ মাধ্যমিক পরীক্ষার বড় নিয়ম বদল। পড়ুয়াদের জন্য দারুণ সুখবর।