Madhyamik Result 2024 – পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখার ওয়েবসাইট। অনলাইনে মোবাইল থেকে কিভাবে দেখবেন?

আজ ২ মে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ (Madhyamik Result 2024) বেরোচ্ছে। ভোটের মরসুমেই প্রকাশ হচ্ছে এ বছর পরীক্ষার রেজাল্ট। অপেক্ষায় প্রহর গুনে চলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই প্রতিবছরের মতো এ বছরও পরীক্ষা শেষ হওয়ার পর থেকে রেজাল্টের অপেক্ষায় মুখিয়ে ছিলেন তারা। অভিভাবকদের ও চিন্তা কম ছিল না রেজাল্ট নিয়ে।

WBBSE Madhyamik Result 2024 Published

অবশেষে আজ রেজাল্ট প্রকাশিত হলো। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৯,১২,৫৯৮ জন। পাশের হার ৮৬.৩১%. পাশের হারে এগিয়ে কালিম্পং জেলা। পাশ করেছে ৭,৬৫,২৫২ জন। ফেল করেছে, ১,৪৭,৩৪৬ জন। ৪৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবং ২ জনের ফলাফল RA বা আটকে রয়েছে। ৬৯৩ পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন কুচবিহার চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়িতে বসে নিজের ফোন থেকে তা দেখে নিতে পারবে পরীক্ষার্থীরা। অনলাইনে রেজাল্ট চেক করা যাবে। অন্যদিকে যাদের কাছে ইন্টারনেট কানেকশন নেই তাদের জন্যেও আলাদা উপায় রয়েছে। সবার আগে নিজের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হলে আগে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

Madhyamik Result Published

এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে একাধিক সংশয় উঠেছিল পরীক্ষার্থীদের মনে। প্রতিবছর পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৮৮ দিনের মধ্যে বেরোয় মাধ্যমিকের রেজাল্ট। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই সকলের ভেবেছিল মে মাসে প্রতিবছরের মতো রেজাল্ট বেরোবে। কিন্তু এরই মাঝে ভোট পড়ে যাওয়ায় সংশয় দেখা দিতে থাকে।

আরও পড়ুন, মাধ্যমিকে পাশ করলে কি কি স্কলারশিপ পাবেন?

ভোটের মধ্যে রেজাল্ট বেরোনো কোনভাবেই সম্ভব নয়। তাই হয় ভোটের আগে, নয় পরে বেরোবে, এমনটাই মনে করেন সকলে। কিন্তু সেসব জল্পনা কাটিয়ে ভোটের মাঝেই পর্ষদ প্রকাশ করে দিল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আজ ২ মে সকাল ৯:৪৫ থেকে রেজাল্ট আপলোড করা হবে অনলাইনে। তার আগে ৯ টার সময় একটি বৈঠক হবে বলে জানানো হয়েছে। রেজাল্ট অনলাইনে বেরোনোর পর সকাল ১০ টা থেকে স্কুলে স্কুলে দেওয়া শুরু হবে।

How to Check Madhyamik Result 2024 Online?

১. মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেমন www.wbresults.nic.in/, www.exametc.com/, www.indiaresults.com
২. যেকোনো একটিতে গিয়ে হোমপেজে “Secondary Examination Result 2024” লিংকে ক্লিক করতে হবে।
৩. ENTER YOUR REGISTRATION NO. বক্সে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ENTER YOUR ROLL NO. এডমিট কার্ডের রোল নম্বর বসাতে হবে।

৪. ENTER DATE OF BIRTH -এর বক্সে নিজের ডেট অফ বার্থ নির্বাচন করতে হবে।
৫. সবশেষে Submit বাটনে ক্লিক করে দিলেই রেজাল্ট লোড হয়ে যাবে স্ক্রিনে। Download বাটনে ক্লিক করে রেজাল্টের PDF ডাউনলোড করে নিতে পারেন।

Madhyamik Pass Marks (মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর)

How To Check Madhyamik Result 2024 through SMS

যাদের কাছে ইন্টারনেট নেই তারাও অতি সহজে ঘরে বসেই জেনে নিতে পারবে নিজের রেজাল্ট। এজন্য প্রথমে WB 10 (পরীক্ষার্থীর roll number) লিখে 56263 বা 56070 যেকোনো একটি নম্বরে এসএমএস পাঠাতে হবে। তারপরেই বোর্ডের তরফ থেকে মোবাইল নম্বরে পরীক্ষার্থীর রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment