WBBSE Madhyamik Physical Science Suggestion 2022 PDF Download – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 PDF

WBBSE Madhyamik Physical Science Suggestion 2022 PDF on Reduced Sylabus – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 PDF

Topics : WBBSE Madhyamik Physical Science suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science suggestion 2022. West Bengal Madhyamik Physical Science suggestion reduce syllabus 2022 You can easily download the full suggesion WBBSE Madhyamik Physical Science Suggestion 2022 PDF by EK24 News English Suggestion 2022 PDF.

Download “Madhyamik All Subject Suggestion 2022 –PDF” West Bengal Madhyamik Suggestion 2022 as per new syllabus. Here we provide- Madhyamik Suggestion 2022 All Subject

Madhyamik Physical Science Syllabus 2022: Madhyamik Physical Science Suggestion 2022

PHYSICAL SCIENCE
বিভাগ – সাধারণ অংশ

পরিবেশের জন্য ভাবনা

• বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী:

1. বায়ুমণ্ডলের উষ্ণতম ও শীতলতম স্তরের নাম।
2. বায়ুমণ্ডলের যে গ্যাসটি O, স্তরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে তার নাম।
3. ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের মান।
4. মিথেন, জলীয় বাষ্প, CO,, O,, N, প্রভৃতি বিকল্পগুলির মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলির শনাক্তকরণ।
5. কাঠকয়লা, পেট্রোল, ডিজেল, LPG, প্রাকৃতিক গ্যাস, গোবর গ্যাস, মিথানলের মধ্যে জীবাশ্ম জ্বালানির শনাক্তকরণ।
6. N, ঘটিত যেসকল গ্যাস গ্রিন হাউস প্রভাব দেখায় তাদের নাম। By EK24 News
7. অধিক তাপনমূল্যবিশিষ্ট জীবাশ্ম জ্বালানির নাম।
৪. সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় যে যন্ত্রে তার নাম।

অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1)

1. বায়ুমণ্ডলের কোন স্তর পৃথিবীর স্বাভাবিক উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে?
2. CFC-এর কোন পরমাণু O, স্তর ধ্বংসের জন্য দায়ী?
3. স্ট্র্যাটোস্ফিয়ারে NO গ্যাসের পরিমাণ বৃদ্ধি কী কারণে ঘটে?
4. ট্রপোস্ফিয়ারের তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ুর উষ্ণতা বেশি কেন?
5. গ্রিন হাউস গ্যাসগুলি কোন্ রশ্মিকে শোষণ করে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে?
6. বায়ুচালিত টারবাইনে কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
7. বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো।

সত্য/মিথ্যা নির্বাচন: (প্রশ্নমান 1)

1. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার।
2. জ্বালানীর তাপন মূল্যের সঙ্গে প্রয়োজনীয় জ্বালানি সমানুপাতে সম্পর্কিত।
3. কয়লার তাপন মূল্য LPG-র তাপন মূল্যের তুলনায় বেশি।
4. স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 2)

1. অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলে কীরূপে ওজোন স্তরের সৃষ্টি হয়?
2. বায়ুমণ্ডলের দি ওজোন স্তর ধ্বংসে CFC-এর ভূমিকা লেখো।
3. মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোনস্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
4. জ্বালানীর তাপন গ্যাসের আচরণ

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর জন্য নীচের বিষয়গুলি গুরুত্বপূর্ণ :

1. সেলসিয়াস স্কেলের একটি নির্দিষ্ট উষ্ণতাকে পরম স্কেলে রূপান্তর।
2. মোলার গ্যাস ধ্রুবক (R)-
1. A এর একক।
2. SI পদ্ধতিতে আয়তনের এককের সঙ্গে লিটারের সম্পর্কটি কী?
3. m gram অক্সিজেন গ্যাসের জন্য অবস্থার সমীকরণ।
4. চার্লসের সূত্রানুসারে P-1 লেখ ও P-T লেখ উষ্ণতা অক্ষকে যে উষ্ণতায় ছেদ করে তার মান।
5. PV=nRT সমীকরণে স্থির রাশিগুলি নাম।
6.12-046×10″ সংখ্যক N. অণুর ভর। By EK24 NEWS
7. গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের না চাপের উপর উষ্ণতার বৃদ্ধি/ হ্রাসের প্রভাব।
৪. চার্লসের সূত্রানুসারে P-1 লেখ ও P-T লেখচিত্র।
9. কোনো একটি নির্দিষ্ট গ্যাসের ভর STPতে প্রদত্ত হলে সেটির দ্বারা অধিকৃত আয়তন।
10. কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে PVART সমীকরণটিতে M যে রাশিটিকে নির্দেশ করে তার নাম। By EK24 NEWS

অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1)

1. অ্যাভোগ্যাড্রো সংখ্যা N হলে 51g NH, গ্যাসে অণুর সংখ্যা কত?
2. স্থির উষ্ণতায় একটি বন্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের পরিমাণকে বৃদ্ধি করা হলে চাপের কী পরিবর্তন হবে?
3. SI পদ্ধতিতে আয়তনের এককের সঙ্গে লিটারের সম্পর্কটি কী?
4. উষ্ণতার পরম স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?
5. গ্যাস সম্পর্কিত কোন দুটি ঘটনার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে প্রমাণ পাওয়া যায়?
6. CGS পদ্ধতিতে গ্যাসের মোলার ভরের একক কী? By EK24 NEWS
7. কোন শর্তে T-এর মান যাই হোক না কেন, =-এর মান সর্বদা ধ্রুবক হয়?
৪. কোন্ শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
9. আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সেই অঙ্গীকারটি লেখো যার জন্য আদর্শ গ্যাসের চাপ একই শর্তে বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হয়?

সত্য/মিথ্যা নির্বাচন : (প্রশ্নমান 1)

1. PV=nRT সমীকরণটি যেকোনো ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য।
2. STP-তে 44g CO-এর আয়তনের গুণফল 28gN. – এর চাপ ও আয়তনের গুণফল অপেক্ষা বেশি।  By EK24 NEWS
3. আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলির মোট আয়তনকে গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের তুলনায় নগণ্য ধরা যায় না।

শূন্যস্থান পুরণ : (1)

1. STP-11-21 আয়তনের একটি গ্যাসের ভর। 4g হলে গ্যাসটির মোলার ভর হবে।
2. একই চাপ ও তাপমাত্রায় X আয়তন N. গ্যাসেx সংখ্যক অণু থাকলে – আয়তন H, গ্যাসে 4 টি।
3. TK উষ্ণতায় কোনো বন্ধ পাত্রে রাখা 1 মোল O,-এর চাপ P হলে BTK উচ্চতায় অপর কোনো বন্ধ পাত্রে রাখা। মোল He গ্যাসের চাপ হবে। By EK24 NEWS

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রশ্নমান 2)

1. STP-05 22:4L NH, 22.4L CO, এর মধ্যে
(i) অণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে? iii)মাণুর সংখ্যা সমান হবে না পৃথক হবে?

2. STP-তে 22.4L CO, গ্যাসের ভর এবং ঐ পরিমাণ CO, গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করো। (Ans. 4-4g, 6-022×107) By EK24 NEWS

3. একটি | নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 5.5 mol গ্যাসের আয়তন 121 L হলে ঐ একই চাপ ও উষ্ণতায় গ্যাসটির মোলার আয়তন কত হবে? STP-তে গ্যাসটির মোলার আয়তন কত হবে? (Ans. 22Lmol 1, |22-4Lmol)

4. একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 150ml 680cmHg উষ্ণতা স্থির রেখে চাপ কত করা হলে গ্যাসটির আয়তন 1000ml হবে? Ans. 60cmig).

5. 300K উষ্ণতায় ও570 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300cm’। SIP-তে ঐ গ্যাসের আয়তন কত হবে? (Ans. 273cm’).

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 3)

1. L গ্যাস সম্পর্কিত চার্লস-এর সূত্রটি বিবৃত করো। একটি গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
2. শুদ্ধ বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের উপস্থিতি যথাক্রমে ৪০% ও 20% জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসের পরিমাণ শুদ্ধ বায়ুতে নগণ্য ধরা যায়)। এখন আর্দ্র বাহুতে | নাইট্রোজেন ও অক্সিজেন ছাড়াও যদি 10% জলীয় বাষ্প থাকে তাহলে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি লঘু? By EK24 NEWS

3.গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে এই সূত্রে উপনীত হওয়া যায় তা ব্যাখ্যা করো।

4. | 300K উষ্ণতায় ও 0.41 বায়ুমণ্ডলীয় চাপে 2.2g CO, গ্যাসের আয়তন নির্ণয় করো। (C-12, 10-16, R-0.082 LatmK +mol-1). (Ans: 3L)

5. 27°C উষ্ণতায় কোনো গ্লাসের আয়তন BL। চাপ স্থির রেখে উষ্ণতা 127°C করা হলে গ্যাসটির আয়তন হয় 4L। পরম শূন্য উষ্ণতার | মান নির্ণয় করো। (Ans:-273°C).

6. 760mm Hg চাপেও 0°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300cm’। একই চাপে ও 546°C উষ্ণতায় ঐ গ্যাসের আয়তন কত হবে? (Ans: 900) By EK24 NEWS

7. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C থেকে 273°C উচ্চতায় উত্তপ্ত করা হলে এর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কী হবে? (Ans: 2:1)

রাসায়নিক গণনা

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর জন্য নীচের বিষয়গুলি গুরুত্বপূর্ণ :

1. কোনো গ্যাসীয় পদার্থের আণবিক সংকেত প্রদত্ত হলে সেটির বাষ্প ঘনত্বের গণনা। (উদাহরণ :C,H, আণবিক সংকেতবিশিষ্ট গ্যাসীয় যৌগের বাষ্পঘনত্ব গণনা)

2. STP-তে কোনো গ্যাসীয় | পদার্থের ভর প্রদত্ত হলে সেটির বাষ্প ঘনত্ব নির্ণয় (উদাহরণ: STP-তে 5-6L গ্যাসের ভর 11g | হলে সেটির বাষ্প ঘনত্ব নির্ণয়)

3. STP-তে কোনো গ্যাসীয় পদার্থের ভর অথবা আয়তনের মধ্যে যে কোনো একটি এবং গ্যাসীয় পদার্থটির বাষ্প ঘনত্ব প্রদত্ত হলে অন্য রাশিটির গণনা। (উদাহরণ : STP-তে কোনো গ্যাসের আয়তন 44-8L ও গ্যাসটির বাষ্প ঘনত্ব 7 হলে এ পরিমাণ ভর নির্ণয়)

4. প্রদত্ত তথ্যের ভিত্তিতে আণবিক ওজন নির্ণয় করে কোনো গ্যাসকে শনাক্তকরণ। (উদাহরণ: STP-তে 112cm কোনো গ্যাসের ভর 0-14g হলে গ্যাসটি হবে CO/CO.IN. N, অথবা CO.) By EK24 NEWS

5. কোনো বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ প্রদত্ত হলে সেটির থেকে বিক্রিতে বা বিক্রিয়াজাত পদার্থের গণনা (উদাহরণ: 2Hgo + 2Hg+O, সমীকরণ অনুযায়ী 0.5 মেল অক্সিজেন পাওয়ার জন্য প্রয়োজনীয় HgO-এর পরিমাণ গণনা অথবা C+O, CO, সমীক অনুযায়ী 2. মোল.CO, উৎপন্ন করতে প্রয়োজনীয় কার্বনের পরিমাণ)

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 3)

1.20g কঠিন যৌগ Aকে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ B-এর 9g এবং একটি বর্ণহীন ও গন্ধহীন C গ্যাস A(s)-B(s)+C(g) রাসায়নিক সমীকরণ অনুযায়ী উৎপন্ন হয়। উৎপন্ন ব গ্যাস C-এর STP-তে আয়তন 5.6 লিটার হলে C-এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করে। (Ans. 44). By EK24 NEWS

2. ক্যালসিয়াম কার্বনেটের 10g কে খোলা জায়গায় তীব্রভাবে উত্তপ্ত করলে ওজনের কী পরিমাণ হ্রাস ঘটবে? কী পরিমাণ অবশেষ পড়ে থাকবে? কত মোল গ্যাসীয় দো উৎপন্ন হবে? ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন ঘটেছে। (Ca=40, C=12, 4 O=16). (Ans: 4.4g, 5.6g, 0.1 মোল) By EK24 NEWS

3. STP-তে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? এই দি বিক্রিয়ায় প্রয়োজনীয় অ্যামোনিয়াম ক্লোরাইডের মোলসংখ্যা এবং STP-তে লিটার এককে তার 6. আয়তন নির্ণয় করো। (Ans. 26.75g 05 মোল, 11.2 লিটার),

4. NH +O+NO+HO রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী 3.5g অক্সিজেনের সাথে 3.5g অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হল।
 (i) উৎপন্ন গ্যাসীয় পদার্থটির পরিমাণ কত?
(ii) কী পরিমাণ অ্যামোনিয়া উদ্বৃত্ত থাকবে? (Ans. (i) 2.625g (ii) 2.0125g)

5. (i) কোনো গ্যাসের বাষ্পঘনত্ব বলতে কী বোঝায়?  (ii) SO, কে অনুঘটকের উপস্থিতিতে O, দ্বারা জারিত করে SO, প্রস্তুত করা হয়। 40g SO, প্রস্তুত করতে কত গ্রাম SO, প্রয়োজন হবে? (Ans. (ii) 32g) By EK24 NEWS

6. CaCO, এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়ায় CaCl, CO, ও H,O উৎপন্ন হয়। 50g CaCO থেকে 55.5g না CaCly, 22g CO, 69g H O উৎপন্ন করতে কত গ্রাম HCI-এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় 15 HCI-এর মোল সংখ্যা কত? (Ans: 36.5g1)

7. ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO, উৎপন্ন করা হল। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ. হল: CaCO +2HCl+CaCl +CO,+H O; (i) কত গ্রাম CO, এবং CO, -এর কতগুলি অণু পা উৎপন্ন হবে? (Ans: (i) 4.4g, (ii) 6.022×104)

আলো

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর জন্য নীচের বিষয়গুলি গুরুত্বপূর্ণ :

1. আপতন কোণের যে মানের জন্য আলোর প্রতিসরণের সময় রশ্মির চ্যুতি সর্বনিম্ন হয় তার। মান।
2. আপতন কোণের যে মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য হয় না।
3.উত্তল লেন্সের সামনে বস্তুর যে অবস্থানগুলির জন্য গঠিত সবিশ্বের বিবর্ষন।-এর বেশি ও1-এর সমান হয়।
4. বস্তুর যে অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ্ ও বিবর্ধিত হয়।
5. অবতল লেন্স বা উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি। By EK24 NEWS
6. লঘু/ ঘন মাধ্যম থেকে ঘন/ লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির চ্যুতির রাশিমালা।

7. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্বের অবস্থান প্রদত্ত হলে সেই তথ্য থেকে বিবর্ষন গণনা।
8. আলোর গতিবেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে।
9. X রশ্মি, অতিবেগুনি ংশ্মি, অবলোহিত তরঙ্গ ও বেতার তরঙ্গের মধ্যে যেটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি ও যেটির সবচেয়ে তম।
10. “” সূত্র সম্পর্কিত অঙ্ক (উদাহরণ: 7000A” তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হয় 5000A’, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত?)
11. প্রিজমের আয়তাকার ও রভুজাকার তলের সংখ্যা। By EK24 NEWS
12. যে লেন্স ও যে দর্পণ ফোকাসে রাখা কোনো বিন্দু আলোক উৎস থেকে আপতিত আলোরশ্মিকে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে তাদের নাম।
13. তড়িচ্চুম্বকীয় গালীতে উপস্থিত যেসকল তড়িচ্চুম্বকীয় তরঙ্গগুলি দৃশ্যমান আলোর একই দিকে অবস্থিত তাদের নাম।
14. আলোর তরঙ্গদৈর্ঘ্য (A), কম্পাঙ্ক (v) ও শূন্যস্থানে আলোর বেগের (e) মধ্যে সম্পর্ক।

• অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1)

1. কোনো একটি মাধ্যমের ক্ষেত্রে লাল ও নীল বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান। He হলে কোন্‌টির মান বেশি হবে?
2. শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
3. উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে? By EK24 NEWS
4. প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত রশ্মির চ্যুতি কোন্ বর্ণের জন্য সর্বোচ্চ হবে?
5. উপাক্ষীয় রশ্মি বলতে কী বোঝায়?
6. প্রিজমের প্রতিসারক কোণের মান বৃদ্ধি পেলে প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত রশ্মির চ্যুতির মানের কীরূপ পরিবর্তন হবে?

 7. গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
৪. রামধনু সৃষ্টিতে কোন্‌টি বিচ্ছুরক মাধ্যমের ভূমিকা পালন করে?
9. দৃশ্যমান মালোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি ও কোন আলোর সবচেয়ে কম?
10. মানব রীরে ভিটামিন D তৈরিতে কোন্ রশ্মি সাহায্য করে?
11. গামা রশ্মি ও X-রশ্মির মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি?
12. 10cm ফোকাস দৈর্ঘ্যর উত্তল লেন্স থেকে 20 cm দূরে বস্তু রাখলে উৎপন্ন তিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে?
13. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে পিছনে অবস্থিত? By EK24 NEWS
14. কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 – বিবৃতিটির অর্থ কী?
15. কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়?

সত্য/মিথ্যা নির্বাচন : (প্রশ্নমান 1)

1. কাচের স্ল্যাবের উপর যেভাবেই রশ্মির আপাতন হোক না কেন প্রতিসৃত রশ্মির সর্বদাই দার্শ্বসরণ হবে।
2. কোনো অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলো শোষণ করে বস্তুটিকে সেই বর্ণের দেখায়।
3. কোনো স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে বর্ণের আলোকরশ্মি গমন করে বস্তুটিকে সেই বর্ণের দেখায়।
4. লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের সময়ে হলুদ বর্ণের আলোকরশ্মির চ্যুতি সবচেয়ে বেশি হয়।
5. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় অবতল লেন্স।6. মানুষের সাথের নিকট বিন্দুর অবস্থান 20 সেমি দূরে।
7. কাচফলকের মধ্য দিয়ে কোনো আলোক্রশ্মি বলে তার প্রতিসরণ ও চ্যুতি উভয়ই ঘটে। By EK24 NEWS
৪. কোনো একবর্ণী আলো একটি বিচ্ছুরক মাধ্যমে প্রবেশ করলে তার বিচ্ছুরণ ঘটলেও প্রতিসরণ ঘটে না।
9. গোলীয় দর্পণের ক্ষেত্রে মাত্র একটি মীণ ফোকাস বিন্দু পাওয়া যায়।
10. আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে তার সাপেক্ষে মাধ্যমের ঐতিসরাঙ্ক বাড়ে।

শূন্যস্থান পুরণ : (প্রশ্নমান 1)
1. লেন্সকে কিছু এর সমন্বয়রূপে কল্পনা করলে তার অভিসারী বা অপসারী ধর্মের ব্যাখ্যা। করা যায়
2. গোলীয় লেন্সের থেকে ফোকাস বিন্দুর দূরত্ব হল লেন্সটির ফোকাস দূর
3. স্কেলের সূত্রে ধ্রুবকটির মান আপতিত আলোর ক্যানসার কোশ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় উত্তল লেন্স কর্তৃক প্রতিসরণের পর উপর নির্ভর করে
4. রেডিয়োথেরাপিতে রশ্মি। By EK24 NEWS
5. প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ বিন্দুতে মিলিত হয়।
6. কাচের স্লাবের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মির বার প্রতিসরণ ঘটে।
7. প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণে আনত থাকে তাকে বলে।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 2)

1. গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা লেখো।
2. উত্তল লেন্সের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা লেখো।
3. পাতলা লেন্সের আলোককেন্দ্র কাকে বলে?
4. একটি লেন্স উত্তল না অবতল তা তাদেরকে স্পর্শ না করে কীরূপে শনাক্ত করবে?
5. অতিবেগুণি ও গামা রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো।
6. দিনের বেলায় আকাশের রং নীল হয় কেন?
7. আলোর বিক্ষেপণ কাকে বলে? এই ঘটনাটি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীরূপে সম্পর্কিত?
৪. গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় ও কেন? By EK24 NEWS
9. এক ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব 40cm তাঁর চোখে কী ধরনের ত্রুটি বর্তমান? এই ত্রুটি সংশোধনের জন্য তাঁর কী ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত?

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 3)

1. অবতল দর্পণ দ্বারা কোন্ শর্তে অসবিম্ব গঠিত হয় তা উল্লেখ করে অসবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো।
2. সমান্তরাল কাচফলকে কোনো আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হয়ে দুইবার প্রতিসৃত হওয়ার পর সেটির চ্যুতি কী হবে তা রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
3. অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
4. প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে, চ্যুতিকোণ D=i+i-A (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)।
5. উত্তল লেন্স কোন্ শর্তে সদ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে তা চিত্রসহ দেখাও।

6. একটি উত্তল লেন্সের সামনে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী অবস্থানে কোনো বস্তুকে স্থাপন করলে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। প্রতিবিম্বটির দুটি বৈশিষ্ট্য লেখো।
7. দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? এটিকে কীরূপে প্রতিকার করা যায় তা চিত্রসহ দেখাও। By EK24 NEWS
৪. কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয়ে 15° চ্যুতিকোণে প্রতিসৃত হল। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের /, গুণ হয় তাহলে প্রতিসারক মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে নির্ণয়

করো। (Ans: ½)
9. একটি উত্তল লেন্সের সামনে 15cm দূরত্বে কোনো বস্তুকে রাখলে অপর পার্শ্বে 30cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুর দৈর্ঘ্য 15em হলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ও দৈর্ঘ্য কত হবে? (Ans : 2, 3cm)
10. সূর্যের আলোয় সুবজ পাতা সুবজ দেখায় কেন? প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন তা স্নেলের সূত্রানুসারে ব্যাখ্যা করো।
11. সূর্যালোকে কোনো অবতল দর্পণকে রাখলে দর্পণের সামনে 15cm দূরে সূর্যের প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? সরল ফটোগ্রাফিক ক্যামেরা ও মানুষের চোখের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। By EK24 NEWS

Link – মাধ্যমিক ভুগোল সাজেশন PDF Download Link

চলতড়িৎ

• বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর জন্য নীচের বিষয়গুলি গুরুত্বপূর্ণ :

1. এককটি যে রাশির একককে নির্দেশ করে অথবা যে এককের সঙ্গে অভিন্ন তার নাম।

শূন্যস্থান পূরণ : (প্রশ্নমান 1)

1. বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহমাত্রার এককের গুণফল ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে তর্জনী এককটির সঙ্গে অভিন্ন।
2. W.hri –এর অভিমুখ নির্দেশ করে।
3. বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত –এর পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িচ্চালক বল আবিষ্ট হয় By EK24 NEWS
4. 1 BOT= ?

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 2)

1. “কোনো তড়িৎকোশের তড়িচ্চালক বল 5V” বলতে কী বোঝায়?
2. “20°C উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.68×10*52 cm” বলতে কী বোঝায়? অথবা, পরিবাহীর রোধাঙ্ক কাকে বলে?
3. কোনে তড়িৎকোশের দুই মেরুর মধ্যে একটি পরিবাহী তারকে যুক্ত করে যে তড়িৎপ্রবাহ পাওয়া যায় তারটিকে দু’ভাঁজ করে যুক্ত করলে সেটির কীরূপ পরিবর্তন হবে তা কারণসহ লেখো।
4. তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো
5. বার্লো চক্রের ঘূর্ণন গতির অভিমুখ পরিবর্তন করার দুটি উপায় লেখো।
6. ডায়নামো ও মোটরের মধ্যে দুটি পার্থক্য লেখো। By EK24 NEWS

7. DC-এর তুলনায় AC’র দুটি সুবিধা লেখো।
৪. তড়িচ্চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্রটি থেকে আবিষ্ট তড়িচ্চালক বলের মান পাওয়া যায় সেই সুটি লেখো।
9. উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহী ও অর্ধপরিবাহীর রোধের মধ্যে কীরূপ পরিবর্তন হয়?
10. কোন কোন বিষয় অপরিবর্তিত থাকলে পরিবাহীর ক্ষেত্রে ওহম-এর সূত্র প্রযোজ্য হবে?
11. পরিবর্তী তড়িৎপ্রবাহের ক্ষেত্রে তড়িৎপ্রবাহ সম্পর্কিত কোন্ কোন্ বিষয়গুলি অপরিবর্তিত থাকে?
12.240V-1000W এবং 240V-100W বৈদ্যুতিক বাল্ব দুটির মধ্যে কোন্‌টির ফিলামেন্ট মোটা হবে?
13. CFL অপেক্ষা LED বাল্ব ব্যবহারের দিক দিয়ে বেশি উপযোগী কেন?
14. আর্থিং কাকে বলে? এর প্রয়োজনীয়তা লেখো।
15. বাড়ির বিদ্যুৎ সংযোগে তিনটি তারের কোন্‌টিতে কীরকম ভোল্টেজ থাকে? By EK24 NEWS
16. আন্তর্জাতিক নিয়ম অনুসারে বাড়ির বিদ্যুৎ বর্তনীতে ব্যবহৃত তিনটি তারের অন্তরক আবরণের বর্ণ কী হয়?

17. গৃহস্থালিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
18. “তড়িৎক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর বিভব 20V” বলতে কী বোঝায়? কুলম্বের সূত্র F =K9192 -এর ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক K-র মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? By EK24 NEWS
19. দুটি রোধ কুগুলীর শ্রেণি ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 122 ও%, 12। রোধ দুটির মান নির্ণয় করো। (Ans: 102, 212)
20. দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্ক – প্রতিটির অনুপাত 1:31 অপেক্ষাকৃত সরু তারটির রোধ 2012 হলে, অন্য তারটির রোধ কত হবে?

Madhyamik English Suggestion PDF Download Link

• দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 3)

1. একটি পরিবাহী তারকে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হল। তারটির রোধের পরিবর্তন গণনা করো।
2. এটির রোধাঙ্কের কী কোনো পরিবর্তন হবে? কারণসহ লেখো।
3. 5050 রোধের একটি পরিবাহী তারকে 11 ভোল্ট তড়িচ্চালক বলের একটি তড়িৎকোশের সঙ্গে যুক্ত করা হল। কোশটির অভ্যন্তরীণ রোধ 552 হলে বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা ও কোশটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে তা নির্ণয় করো। (Ans: 0.2A, 10V).
4. কোশের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? এটি কোন্ কান বিষয়ের উপর নির্ভর করে? By EK24 NEWS
5. নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ না কোন্ কোন্ বিষয়ের উপর কীরূপে নির্ভর করে?
6. তড়িচ্চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো। সূত্রটি কীরূপে শক্তির সংরক্ষণ সূত্র মান্য করে তা ব্যাখ্যা করো।
7. তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।

মাধ্যমিক বাংলা সম্পূর্ণ সাজেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক, ক্লিক করুন

WBCHSE HS English Suggestion 2022 PDF Download – উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন ক্লিক করুন

একে একে সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে, তবে তোমরা ভালো করে প্রস্তুতি নিলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। নিচে কমেন্ট করে তোমাদের বক্তব্য জানাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment