পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট (WBBPE Primary TET) নিয়ে ফের এক নতুন খবর জানতে পাওয়া যাচ্ছে। মাত্র এক সপ্তাহ হয়েছে। গত সোমবার ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court). নানা ধরনের দুর্নীতির অভিযোগে চাকরি গেছে মোট ২৫ হাজার ৭২৩ জনের।
Primary TET 2017 Wrong Question Verdict By Court.
যার মধ্যে রয়েছেন শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি এমনকি গ্রুপ ডি বিভাগের কর্মীরাও। এরই মাঝে Primary TET নিয়ে বড় ঘোষনা এল আদালতের তরফে। ২০১৭ সালের টেট পরীক্ষাকে (TET Exam 2017) ঘিরে সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়েছে আদালতে। আবার দুর্নীতি? আবার চাকরি যাওয়ার ভয় বহুজনের? দেখা যাক কি সিদ্ধান্ত জানালো আদালত। ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam) নিয়ে কেস ওঠে যে এই বছরের পরীক্ষায় নাকি 21 টি প্রশ্ন ভুল এসেছিল।
হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে স্থান পায় মামলাটি। সমস্ত তদন্ত ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে হাইকোর্ট মামলাকারীদের স্বপক্ষেই রায় দেয়। আর পর্ষদের (WBBPE) কাছে বিষয়টি পাঠানো হয়। একই সঙ্গে এত গুলো প্রশ্ন কিভাবে ভুল হতে পারে পরীক্ষায়? সে নিয়ে শোকজ করেছে হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই সঙ্গে কোন বইয়ের কোন সিলেবাস (Primary TET) থেকে কি প্রশ্ন ভুল এসেছে?
তার সম্ভাব্য উত্তর কি হতে পারে? সেই নিয়েও তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত। পর্ষদকে ১ দিন সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রশ্নের উত্তর বিচারের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিটি তৈরি করেছে আদালত। যদি সত্যি ২১ টি প্রশ্ন ভুল আসে তার প্রাপ্য নাম্বার দিতে হবে প্রত্যেককে। অন্যথায় প্রশ্ন ভুলের জেরে গোটা পরীক্ষা (Primary TET) বাতিল করবে আদালত।
আগামী এক মাস পর ১১ই জুন এই মামলার শুনানি পুনরায় রাখা হয়েছে। যদি প্রশ্নের নম্বর ফিরিয়ে দেওয়া হয় তবে এই বছরের অনেক পরীক্ষার্থী পাস করার সুযোগ পাবে। যার ফলে নতুন নিয়োগ তালিকা প্রস্তুত করতে হবে পর্ষদকে। নতুন করে চাকরি পাবে অনেকে। আর যদি ভুল প্রশ্নের জেরে আদালত পরীক্ষা বাতিল (Primary TET Cancel) করে দেয়, তবে আবার চাকরি যাওয়ার সম্ভাবনা হাজার হাজার কর্মরত শিক্ষকের।
সুপ্রিম কোর্টে চাকরির সুবর্ণ সুযোগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা পাবেন।
আর এর আগেও পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অনেক বড় বড় নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। তার মধ্যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি (Justice Abhijit Ganguly) 32000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয় এবং এই মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবারে দেখা যাক, ভবিষ্যতে এই Primary TET মামলার রায় কি হয়? তার সঙ্গেই স্পষ্ট হবে সব কিছু।
Written by Nabadip Saha.
নতুন পাসপোর্ট গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত। 1লা তারিখের আগে না জানলে চরম সমস্যা।