Primary TET 2014 এর পুরো প্যানেল ধরে বাতিল? ২০১৭ সালে চাকরি পাওয়া ৬০০০০ শিক্ষক মহা টেনশনে!

চরম সমস্যায় রাজ্যের প্রাথমিক শিক্ষকরা (Primary TET 2014). আবারো চাকরি যেতে চলেছে বহুজনের। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য কোর্টে পেশ না করা হয় তবে বাতিল করে দেয়া হবে ৫৯৫০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এই নির্দেশ আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্মরত শিক্ষকদের।

WBBPE Primary TET 2014 Recruitment Cancel Judgement.

কাদের চাকরি যাচ্ছে আর কার বহাল থাকছে সেই তালিকা এখনো সামনে আনেনি আদালত, সেটাই চিন্তা আরো বাড়াচ্ছে। ভোটের আগেই এই মামলার রায় দিয়ে বিষয়টি স্পষ্ট করবে বলে জানিয়েছে আদালত অর্থাৎ ভোটের আগেই শিক্ষকদের চাকরি থাকছে না যাচ্ছে বোঝা যাবে। ২০১৪ সালের রাজ্যে যে প্রাথমিকের টেট পরীক্ষা (Primary TET 2014) হয়েছিল তা নিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন পরীক্ষার্থীরা।

পরীক্ষায় পাশ না করেও বেআইনিভাবে সেই চাকরিতে অনেকের নিয়োগ ঘটেছিল বলে অভিযোগ জানিয়েছিলেন তারা। এর পরিপ্রেক্ষিতেই বিচার শুরু করে হাইকোর্ট। মঙ্গলবার এই মামলাটির (Primary TET 2014 Case) একটি শুনানি ঘোষণা হয়। শুনানির পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে আদালত নির্দেশ দিয়েছে সেই বছরের সমস্ত নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীদের ওএমআর শিটের (Primary TET OMR Sheet) তথ্য খুঁজে বের করার।

যদি হার্ড কপি হারিয়ে গিয়েও থাকে তবে ডিজিটাল কপি অবশ্যই সংরক্ষিত থাকবে। যেমন করেই হোক আদালতের কাছে সেই সমস্ত শিক্ষকদের ও এম আর তথ্য জমা করতে হবে সিবিআইকে। না হলে বাতিল হতে পারে নিয়োগ (Primary TET 2014 Recruitment) পাওয়া প্রার্থীদের চাকরি, যার সংখ্যা খুব কম হলেও ৫৯ হাজার ৫০০ জন। এই কেসটি সেই দিন ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে।

মান্থা যে ওএমআরের (OMR Sheet) কপি জমা দিতে বলেছেন সেটি হারিয়ে গেছে বলে ২০১৯ সালেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE Primary TET 2014). তখন এক পরীক্ষার্থীর চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য এর প্রতিলিপি তৈরি করে কাজ সম্পন্ন করতে হয়েছিল। তবে হাইকোর্টের সিবিআইকে (CBI) দেওয়া নির্দেশ, যদি কোন কারনে ডিজিটাল তথ্যকেও মুছে ফেলা হয়ে থাকে, তাও ফিরে পাওয়ার উপায় রয়েছে।

SSC CHSL 2024 (এসএসসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি)

তার মন্তব্য, “পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরও ডিজিটাল তথ্য পাওয়া যাবে।” তদন্তের জন্য প্রয়োজনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অফিসে ঢোকারও ছাড়পত্র দিয়েছে আদালত সিবিআইকে। চলতি মাসের শেষে আবারো এই Primary TET 2014 মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। তার আগে সেই সমস্ত নথি সিবিআইকে জমা করতে বলেছে আদালত।

অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর। বেতন ও সম্মান দুই বাড়বে।

শুধু তাই নয় এখনো পর্যন্ত এই রকম দুর্নীতি কোথায় এবং কিভাবে ঘটেছে সেই সব তথ্যও তদন্ত করে বের করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। ফের আরেকবার পশ্চিমবঙ্গের Primary TET 2014 বা প্রাথমিক টেট নিয়োগ নিয়ে জলঘোলা শুরু হল। আর ফের নিজেদের চাকরি নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষকরা, এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কি হতে চলেছে।
Written by Nabadip Saha.

সরকারি কর্মীদের কপাল খুলে গেল। ভোটের মুখে দীর্ঘদিনের দাবি পূরণ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment