চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি তথা DElEd Admission 2024 প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education). যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam) দেওয়ার কথা ভাবছেন তারা এই কোর্সে ভর্তির আবেদন জমা করতে পারেন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। সেখানেই ভর্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করা আছে।
WBBPE DElEd Admission 2024
পশ্চিমবঙ্গে যেই সকল চাকরিপ্রার্থীরা ভবিষ্যতের যে কোন টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তাদের সকলকেই এই DElEd Admission 2024 বা ডিএলএড কোর্স করতে হবে। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? দেখে নিন বিস্তারিতভাবে।
পশ্চিমবঙ্গে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE প্রতি বছরই ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি (DElEd Admission 2024 Notification) জারি করে। হাজার হাজার প্রার্থী এখানে আবেদন করেন রাজ্যের বিভিন্ন কলেজ গুলোতে D.El.Ed পড়ার জন্য। কোর্স শেষে উত্তীর্ণ প্রার্থীদের National Council for Technical Education বা NCTE স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রাইমারি পরীক্ষায় বসার কথা ভাবছেন তাদের ডি এল এড কোর্স করা আবশ্যক। কি যোগ্যতা থাকলে অ্যাডমিশন নেওয়া যাবে এখানে?
ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা
- আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- কম পক্ষে ৫০ শতাংশ নম্বর সমেত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
- যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের জন্য নম্বর এবং বয়স দুটিতেই নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা আছে।
ডিএলএড কোর্সে কিভাবে আবেদন করবেন?
১. এই জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
২. তারপর আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।
আবেদন ফি
নির্দিষ্ট আবেদন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI ইত্যাদির মাধ্যমে জমা করে দিলেই অ্যাপ্লিকেশন পাঠানো সম্পূর্ণ হয়ে যাবে।
DElEd কোর্সে ভর্তির আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা, OBC দের লাগবে ৭৫০, এবং তফসিলে জাতির ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা জমা।
নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থী বাছাই
১. প্রথমে আবেদনের ভিত্তিতে একটি শর্ট লিস্ট প্রস্তুত করা হবে আগ্রহী প্রার্থীদের।
২. এরপর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া।
৩. বেস্ট ফাইভ বা সেরা ৫ টি বিষয়ের নম্বরকে গুরত্ব দেওয়া হবে এক্ষেত্রে।
৪. তবে প্রথম এবং দ্বিতীয় ভাষার নম্বরকে গণ্য করা হলেও পরিবেশ বিজ্ঞানের নম্বরকে (EVS) এর মধ্যে ধরা হবে না।
৫. এরপর শেষ পর্যায়ে হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন।
৬. নম্বরের মেধাতালিকা অনুযায়ী সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে তাদের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এবং পরিচয় পত্র যাচাইয়ের জন্য।
৭. তার ভিত্তিতেই প্রস্তুত করা হবে DElEd এ ভর্তির চূড়ান্ত মেধাতালিকা।
৮. এই তালিকায় থাকা প্রার্থীরাই একমাত্র সুযোগ পাবেন কোর্স করার।
Primary TET 2014 প্যানেল ও বিপদে। এবার প্রাথমিক শিক্ষকদেরও চাকরি বাতিল?
ডিএলএড আবেদনের শেষ তারিখ
১. ২০২৪-২৬ শিক্ষাবর্ষের DElEd Admission 2024 জন্য আবেদন জমা নেওয়া চলবে আগামী ৩১শে মে ২০২৪ পর্যন্ত। প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
২. যারা ইচ্ছুক তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।
৩. আবেদন শেষ হলে জুন মাস জুড়ে চলবে প্রার্থীদের বাছাইপর্ব।
৪. বাছাই হওয়া প্রার্থীদের নিয়ে জুলাই মাসের ৮ তারিখ থেকে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
Written by Nabadip Saha.
Jodi 2022 -2024 session e kew b.ed kre thkle ki D.lEd r jnno apply krte prbe