WB TET Result – পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দারুন সুখবর

রাজ্যে শিক্ষক নিয়োগ (WB TET Result) নিয়ে ক্ষোভ ক্রমে ক্রমে বাড়ছে, আর এরই মধ্যে ড্যামেজ কন্ট্রোল এর খবর এলো। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এই মুহূর্তে প্রধানত তিনটি নিয়োগ নিয়ে আন্দোলন চরমে পৌছেছে। প্রথমত আপার প্রাইমারী (upper primary) নিয়োগ নিয়ে বহুদিন ধরে ধর্না অনশন চলছে। আর সম্প্রতি ২০১৪ সালের প্রাইমারী টেট এর নন ইঙ্কলুডেড প্রার্থীরা জেলায় জেলায় এবং কলকাতায় চরম আন্দোলন শুরু করেছে। এবং ২০১৭ সালের প্রাইমারী টেট (primary TET) প্রার্থীদের ফল না প্রকাশ করায় গত ২৬ অক্টোবর থেকে প্রত্যেক জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) অফিসে ডেপুটেশন দিয়েছে। এবং সম্প্রতি তারা ঘোষণা করেছে টেট এর রেজাল্ট প্রকাশ না করলে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসবেন। আর সব মিলিয়ে উৎসবের আবহে সবকিছুও যেন মলিন হয়ে আছে।WB TET Result

প্রসঙ্গত 2014 সালের টেট পাস করার নট ইনক্লুড চাকরিপ্রার্থীরা তুমুল আন্দোলন শুরু করেছে। অন্যদিকে 2017 সালে পাশ করা প্রাইমারি চাকরিপ্রার্থীরাও রেজাল্টের জন্য আন্দোলন চালাচ্ছে। আবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ও চলছে অবস্থান ও বিক্ষোভ। কার্যত রাজ্যে শুরু হয়েছে চাকরিপ্রার্থীদের হাহাকার । কিন্তু এই পরিস্থিতিতেও সরকার কি করে চুপ করে বসে আছে সেটাই ভাবাচ্ছে সকলকে। এদিকে অভিযোগ 2014 সালে পাশ করার নট ইনক্লুড চাকরিপ্রার্থীদের দাবি অনেকেই পরীক্ষায় পাস না করেও চাকরি করছে, আর আমরা পরীক্ষায় পাশ করার পরেও সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমরা পথে পথে ঘুরে ঘুরে আন্দোলন করে বেড়াচ্ছি, মন্তব্য চাকরী প্রার্থীদের। WB TET Result

২০১৭ সালের প্রার্থীদের একাংশ মনে করছেন, এই পরিস্থিতিতে সরকার যদি চাপে পড়ে 2014 সালে চাকরিপ্রার্থীদের আবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করে তাহলে 2017 সালের চাকরিপ্রার্থীদের রেজাল্ট আরও পিছিয়ে যাবে। এহেন বিশৃঙ্খল অবস্থায় সরকারের ওপর আরো চাপ সৃষ্টি করতে হবে, না হলে 2017 রেজাল্ট হয়তো বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে। WB TET Result

এই প্রসঙ্গে, শিক্ষক সংগঠনের নেতা পিন্টু পাড়ুই বলেন, আমাদের রাজ্যের চাকরির অবস্থা খুবই খারাপ। আন্দোলন না করে সরকারের কাছ থেকে কোনকিছুই ছিনিয়ে নেওয়া যাচ্ছে না । সরকার নির্দ্বিধায় কোন স্কুল সার্ভিস চাকরি স্বেচ্ছায় দিচ্ছে না। পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে আর কলকাতা হাইকোর্টে কেস পিটিশন হচ্ছে এবং আটকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এইভাবে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। যার দরুন দীর্ঘদিন আটকে পড়ছে নিয়োগ প্রক্রিয়া সমস্যায় ভুক্তভোগী হচ্ছে সমস্ত চাকরিপ্রার্থীরা।

Must Read, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন

এই পরিস্থিতিতে তাই চাকরী প্রার্থীরা মনে করছেন, সরকারের কাছ থেকে দাবী আদায় করে নিতে হলে তুমুল আকারের বৃহত্তর আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তবেই যেকোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে শিক্ষা দপ্তর সুত্রের খবর খুব শীঘ্রই সমস্ত পেন্ডিং নিয়োগ শেষ হবে, চলতি বছরেই সমস্ত কোর্ট কেস ক্লোজ করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। তবেকি ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, সব নিয়োগ ই সম্পন্ন হবে নাকি ২০১৪ নাকি ২০১৭ অথবা আপার প্রাইমারী?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment