মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের SVMCM Scholarship নিয়ে বড় ঘোষণা। ২০২৩-২৪ এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি। এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছে পরীক্ষার্থীরা। রেজাল্ট কবে বেরোবে সে নিয়ে কোন অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে তুমিও যদি এই বছরের একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তবে হাতে রয়েছে বিরাট সুযোগ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে বছরে ১২ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে সরকার মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাংক একাউন্টে।
SVMCM Scholarship 2024.
উচ্চ শিক্ষার জন্য যে কেউ চাইলে এই সুবিধা পাবে। কোন বিশেষ যোগ্যতার দরকার নেই। এখানে আবেদন করলে সহজেই টাকা পাওয়া যায়। মাধ্যমিকের পর উচ্চ শিক্ষা কমপ্লিট করে নিজেদের ভবিষ্যত গড়ার জন্য এই অর্থ দেয় রাজ্য সরকার। কারা এখানে আবেদন করতে পারবেন? কিভাবে SVMCM Scholarship এর জন্য আবেদন করবেন? জেনে নিন। আর এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই সুযোগ পেতে পারবেন।
SVMCM Scholarship Benefits
অভাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনেক রকম স্কলারশিপ চালু করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship). মাধ্যমিক পাশের পরই এই স্কলারশিপ থেকে টাকা পেতে পারে ছাত্র ছাত্রীরা। এই টাকার মাধ্যমে তারা তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারে।
SVMCM Scholarship Amount
১. মাধ্যমিক পাস আবেদনকারীদের দেওয়া হয় বার্ষিক ১২০০০ টাকা।
২. উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজে পড়াশোনা করছে তারা বার্ষিক ১২০০০ – ১৮০০০ টাকা পায়।
৩. স্নাতক পাস করে যারা (MA, M.Sc, M.Com) করছে তারা বার্ষিক ২৪০০০ – ৩০০০০ টাকা পায়।
Who Are Eligible To Apply SVMCM Scholarship?
১. মাধ্যমিক পাস থেকে আবেদন করা যায়। যে কোনো উচ্চ শিক্ষার প্রার্থীরা আবেদন জানাতে পারেন।
২. ন্যূনতম ৭৫ শতাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, ৬০ শতাংশ স্নাতক স্তরে এবং ৫৫ শতাংশ নম্বর স্নাতকোত্তরে পেলে আবেদন করা যায়।
৩. পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
SVMCM Scholarship Online Apply Process
১. এই ওয়েবসাইটটি প্রথমে ওপেন করতে হবে।
২. Register বাটানে ক্লিক করতে হবে।
৩. স্কলারশিপের যাবতীয় তথ্য স্ক্রিনে আসবে। সব কিছু ভালোভাবে দেখে Proceed For Registration এ ক্লিক করতে হবে।
৪. Registration ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী ডিরেক্টরেট বেছে নিয়ে Apply For Fresh Application/Apply for Renewal অপশনে ক্লিক করতে হবে।
৫. Apply for Fresh Application এ ক্লিক করলে স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
৬. সেখানে নিজের নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৭. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
৮. ফ্রেশ ও রিনিউয়াল উভয় প্রার্থীরাই তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন।
৯. Dashboard এ ‘Edit Profile/Application‘ অপশনে ক্লিক করুন।
১০. এবার আসল কাজ। SVMCM Scholarship আবেদনপত্র ফিলাপ করতে হবে।
দুর্দান্ত স্কলারশিপ শুরু হল পড়ুয়াদের জন্য। প্রতিমাসে 7800 টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে।
৮. ফর্ম পূরণ হলে Save and Next এ ক্লিক করে পরের পেজে আসুন।
৯. উপরোক্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
১০. সব কিছু হয়ে গেলে সাবমিট করে দিন। SVMCM Scholarship আবেদনের কাজ শেষ।
১১. নিজে নিজের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে নিন।
Written by Nabadip Saha.
পশ্চিমবঙ্গে গরমের ছুটি বেড়ে গেল! কতদিন বাড়ল? খুশিতে উচ্ছসিত সকলে।