রাজ্যের শিক্ষক নিয়োগ মামলা (WB SSC Recruitment) নিয়ে নতুন আপডেট দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt). অভিযোগ ছিল ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে চাকরিতে জয়েন করেছিলেন একাধিক শিক্ষক। তাদের সমস্ত নথিপত্র খতিয়ে বিচার করে এবার চূড়ান্ত রায় ঘোষণা করল আদালত। যার জেরে চাকরি খোয়াচ্ছেন দোষী শিক্ষকরা, আর নিরপরাধরা পেতে চলেছেন বেকসুল খালাস।
WB SSC Recruitment Scam Update.
পশ্চিমবঙ্গে গত দশ বছর ধরে বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা গুলিতে প্রার্থীরা শিকার হয়েছেন বিভিন্ন ধরনের দুর্নীতির (WB SSC Scam). যা নিয়ে কোর্টে একাধিক মামলা চলেছে। বেশ কিছু মিটেছে, বেশ কিছু বিচারাধীন এখনো। এই সকল মামলার জেরে কোর্টে বারবার উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। এবার এই রকমই আরেকটি বিস্ময়কর দুর্নীতি ধরা পড়ল।
২০১৬ সালের আগে স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী সোমা রায় ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে চাকরি পাওয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন। সোমা মুর্শিদাবাদের (Mursidabad) গোঠা এলাকার একজন বাসিন্দা। জানা গেছে, তার এলাকার হাইস্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিশ তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
সোমার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বাবা সহ ছেলেকে গ্রেফতার করে হেফাজতে নেয়। এরপরই কেস ওঠে কোর্টে। সোমার তরফের উকিল ফেরদৌস শামীম বিভিন্ন সাক্ষ্য প্রমাণ পেশ করেন আদালতে। তার ওপর ভিত্তি করে সিআইডিকে বিষয়টি যাচাই করতে বলে কোর্ট। প্রসঙ্গত, তদন্তের জেরে পরবর্তীকালে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও একই দুর্নীতির (WB SSC Recruitment Scam) হদিশ পেয়েছে আদালত।
সোমবার পুনরায় মামলাটির শুনানি দিয়েছে আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে জায়গা পায় মামলাটি। সকলে বিস্মিত হয়ে পড়েন সত্যিটা সামনে আসার পর। এতটা নিচ দুর্নীতি চলেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে! যাই হোক, এরপর বিষয়টি নিয়ে সেই দিন রায় ঘোষণা করে আদালত কর্তৃপক্ষ। ২০১১ সাল থেকে ২০১৬ সালের আগে পর্যন্ত নিয়োগ (WB SSC) পাওয়া সমস্ত মাধ্যমিক শিক্ষকদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত।
জানা গেছে রাজ্যে মোট ১ লক্ষ ৮৬ হাজার মাধ্যমিক শিক্ষক কর্মরত রয়েছেন বর্তমানে। তাদের সকলের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এর নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় সিআইডিকে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরকে জেলাভিত্তিক সমস্ত শিক্ষকের তথ্য ভান্ডার (WB SSC) তৈরি করতেও নির্দেশ দিয়েছে আদালত।
সোমার পক্ষে উকিল ফেরদৌস জানান আপাতত এই রকম ৬ টি জেলার তথ্য ভাণ্ডার রয়েছে শিক্ষা দপ্তরের কাছে। সেই তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী দিনে বাকি গুলিও জমা করতে বলা হয়েছে। সব গুলি এক সঙ্গে খতিয়ে দেখে চূড়ান্ত রায় দেবে কোর্ট, জানিয়েছেন বিচারপতি বসু। তারপরই বোঝা যাবে কার চাকরি (WB SSC) থাকলো, আর কার গেল।
Written by Nabadip Saha.
ভারতীয় জীবন বীমা নিগমে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?