রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস (WB School) চালু না হলেও, মিড ডে মিল সহ একাধিক কাজকর্ম চলছে। এবং সেই সাথে নভেম্বর মাসের এক্টিভিটি টাস্ক এর ভিত্তিতে এই বছরের রেজাল্ট তৈরী হবে। এবং সেই রেজাল্ট এবার বাংলার শিক্ষা পোর্টালে অনলাইনে দেওয়া হবে।
এছাড়াও একাধিক কাজ বাকি রয়েছে। তাই 15 ডিসেম্বর থেকে সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে (WB School) নিয়মিত হাজির হওয়ার নির্দেশ দিলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই জেলা শিক্ষা অফিস থেকে বিভিন্ন জেলার প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দিয়েছেন। (নিচের লিঙ্ক থেকে সরকারী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন)।
অন্যদিকে শুধুমাত্র রেজাল্টই নয়, বাকি রয়েছে নতুন ছাত্র ভর্তির প্রক্রিয়া। ১৫ই ডিসেম্বর থেকেই ইতিমধ্যেই নতুন পড়ুয়া ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বয়স সঙ্ক্রান্ত বিষয়ে চার মাসের ছাড় দেওয়া হয়েছে। এদিকে বাংলার শিক্ষা sms পোর্টালে সমস্যা থাকায় রেজাল্ট আপলোডের সময়সীমা আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। WB School
এবছরের রেজাল্ট প্রকাশ নিয়েও শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ। এবছরের রেজাল্ট অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই প্রকাশ করতে হবে। অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে আপলোড এর সাথে সাথে পড়ুয়াদের প্রতি বছরের ন্যায় প্রোগ্রেস রিপোর্ট বা রেজাল্ট কার্ড ও দিতে হবে। WB School
যদিও একই সাথে অনলাইনে রেজাল্ট আপলোড এবং অফলাইনে রেজাল্ট তৈরী করা এই স্বল্প সময়ে করা যাবে কিনা তাই নিয়ে আপত্তি তুলছেন অনেকেই। শিক্ষকদের একাংশের মত, এটো গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট একটু চাপ পড়লেই অকেজো হয়ে যায়। আর তাছাড়া মোবাইলের মাধ্যমে এই কাজ করতেও সাবলীল নন অনেকে। এর জন্য উপযুক্ত পরিকাঠামোর আবেদন করেছেন অনেকেই।
শিক্ষকদের প্রতিদিন স্কুলে আসার নির্দেশিকা পেতে এখানে ক্লিক করুন