WB School Reopen – অবশেষে রাজ্যে শুরু হচ্ছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ক্লাস

অতিমারী আবহ কাটিয়ে সবে চালু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস (WB School Reopen), এবার প্রাথমিক (Primary School Reopen) থেকে অষ্টম শ্রেণীর ক্লাস চালু নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পঠনপাঠন। এবং সেই সাথে কিভাবে শুরু হবে এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস কবে শুরু, সেই ব্যাপারেও রইলো বিবরণ।

সংবাদসূত্রে জানা গেছে, আগামী ২রা জানুয়ারী বুক ডে (Book Day) তে সমস্ত পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এবং এরপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হবে। এবং দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক পড়ুয়াদের হাতে একটি ব্রিজ কোর্স এর বই দেওয়া হবে। যাতে এই দুই বছরের পঠনপাঠনের ঘাটতি কিছুটা মেটে। এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা বই গুলো বাড়িতে বসে প্রাকটিস করবে। এবং স্কুল খুললে ওই বইগুলো আবার পড়ানো হবে।

অর্থাৎ জানুয়ারি থেকে চালু হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস (WB School Reopen)। এবং তারপর চালু হবে প্রথম থেক চতুর্থ শ্রেণী। তবে এখনও কিছুটা সময় আছে, তাই একই সাথে সমস্ত শ্রেণীই চালু হতে পারে। এমনিতেই রাজ্যের বহু প্রাথমিক বিয়ালয়ে পঞ্চম শ্রেণী পড়ানো হয়। তাই কার্যত পঞ্চম শ্রেণী খুললেই প্রাথমিক বিদ্যালয় ও খুলে যাচ্ছে।

পড়ুয়াদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে সংবাদ সুত্রের খবর জানুয়ারীতেই সমস্ত ক্লাস খুলে যেতে পারে (WB School Reopen)। কারন রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। এই ব্যাপারে আপডেট আসছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment