Tata WB Scholarship: দুর্দান্ত সুযোগ পড়ুয়াদের, 50000 টাকা দিচ্ছে টাটা গ্রুপ।
পড়াশোণার সুবিধার জন্য দারুন সুযোগ দিতে চলেছে টাটা গ্রুপ। ৬০% নম্বর পেলেই স্কলারশিপ (WB Scholarship) পেতে পারো। তাই সময় নষ্ট না করে এখুনি আবেদন করো।
বহু সময় দেখা যায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীরা মেধাবী হলেও অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারেন না। সে ক্ষেত্রে কোনো সংস্থা, সরকার বা প্রতিষ্ঠানের তরফে সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের যদি আর্থিকভাবে সহায়তা করা যায়, তাহলে তার মধ্যে থেকে অনেকেই অনেক পড়ুয়াই উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হতে পারেন।
সেই দিকে লক্ষ্য রেখেই পড়ুয়াদের জন্য স্কলারশিপ (WB Scholarship) এর ব্যবস্থা করেছে টাটা গ্রুপ (Tata Group) ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে পড়াশুনা করছেন সেরকম সমস্ত ছাত্রছাত্রীরা টাটা গ্রুপের এই স্কলারশিপ (WB Scholarship) এর সহায়তা পেতে পারেন। এবার এই স্কলারশিপ সম্বন্ধে জেনে নেওয়া যাক।
টাটা গ্রুপের এই স্কলারশিপের নাম দি টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (The Tata Capital Pankh Scholarship)
ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ (WB Scholarship) এর সুযোগ পাবেন। সেক্ষেত্রে স্নাতক স্তরে সাধারণ এবং প্রফেশনাল দুই কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের আর্থিক সুবিধা পেতে পারেন। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে। তবে The Tata Capital Pankh Scholarship- এর তিনটি ভাগ রয়েছে।
- প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত পড়ুয়ারা টাটা গ্রুপের এই স্কলারশিপের আর্থিক সুবিধা পাবেন।
- দ্বিতীয়ত BA,BSc,BCom,BBA, Diploma, Polytechnic কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপ পেতে পারেন।
- তৃতীয়ত, দেশের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Medical, Engineering এবং Law কোর্সে পাঠরত পড়ুয়ারা দ্য টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ এর আর্থিক সহায়তা পাবেন।
- টাটার এই স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?
বিভিন্ন কোর্সে নির্ধারণ করে তার উপরে আর্থিক সহায়তা দিচ্ছে টাটা স্কলারশিপ। সাধারণত যে কোর্সে পড়ুয়ারা পড়াশোনা করছেন, তার 80 শতাংশ টিউশন ফি দেওয়া হচ্ছে এই স্কলারশিপ এর মাধ্যমে। - ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন যে সমস্ত পড়ুয়ারা তারা সর্বোচ্চ 12000 টাকা পর্যন্ত স্কলারশিপ (WB Scholarship) পাবেন।
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা BA, BSc, BCom, BBA, Diploma, Polytechnic ইত্যাদি কোর্সে পড়াশোনা করছেন তারা সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন।
- Medical, Engineering,Law এই সমস্ত করছে যে সমস্ত পড়ুয়ারা পড়াশুনা করছেন, তারা সর্বোচ্চ 50 হাজার টাকা অবধি স্কলারশিপ পেতে পারেন।
- টাটার এই স্কলারশিপ পেতে গেলে কি কি প্রয়োজন:
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- ভারতবর্ষের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
- আবেদনকারীকে 60 শতাংশ নম্বর রাখতে হবে।
WB Scholarship
- পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
- ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
- টাটা কোম্পানির কর্মী এবং Buddy4Study-র কর্মীরা টাটার এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন, ছোট বা বড় ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই দেখুন, দারুন সুযোগ।
- আবেদনকারীর প্রয়োজনীয় নথি:
- আবেদনকারীর ব্যাংকের পাসবুকের কপি
- পাসপোর্ট সাইজ ফটো
- আগের বছরের মার্কশিট
- ইনকাম সার্টিফিকেট
- সচিত্র পরিচয় পত্র (আধার কার্ড)
- চলতি শিক্ষাবর্ষের ফী রিসিপ্ট
7.প্রতিবন্ধী এবং জাতিগত শংসাপত্র (যদি থাকে) - ভর্তির রিসিপ্ট কপি
- আবেদন করার পদ্ধতি:
- Tata Scholarship- এর জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে Buddy4Study-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Tata Scholarship ক্যাটাগরি ঠিক করতে হবে। তারপর Apply Now অপশনে ক্লিক করতে হবে।
- তারপর স্কলারশিপের আবেদন পত্রে সমস্ত কিছু ফিলাপ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
WB Scholarship
- সবকিছু দেখে নিয়ে এরপর Submit করতে হবে।
টাটা স্কলারশিপ এর আবেদনের সময়সীমা:
টাটার এই স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ 31 আগস্ট 2022
WB Scholarship আবেদন করার জন্য [email protected] মেল আইডি তে mail করতে পারেন।
সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত 011-430-92248 এই নম্বরে ফোন করতে পারেন।
Written by Rajib Ghosh.
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন আরেকটি স্কলারশীপ, বিস্তারিত দেখতে ক্লিক করুন