WB Primary Tet Interview – দেরী না করে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই মমুহূর্তে টেট (WB Primary Tet) পরীক্ষার্থীদের একাংশের স্বস্তি ফিরলো, হাইকোর্টের রায়ে। অবশেষে কলকাতা হাইকোর্টের রায় মেনে নিয়ে পদক্ষেপ নিলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 সআলের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা বা টেট (Primary TET ) পরীক্ষার প্রশ্নপত্রে 6টি ভুল প্রশ্ন ছিল। টেট প্রার্থীরা তা নিয়ে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। এই মামলাটি ভুল প্রশ্ন মামলা (wrong answer key) নামে পরিচিত। এই মামলাটি প্রার্থীদের পক্ষে যায়।

হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে নির্দেশ দেয় 2014 সালের টেট (TET) এ যেসমস্ত প্রার্থী ওই 6টি প্রশ্নের উত্তর দিয়েছে , সকলকে ওই 6টি প্রশ্নের জন্য ধার্যকৃত নম্বর দিতে হবে। আর সেই নম্বর যোগ করে যদি কোনো প্রার্থী কাট অফ নম্বরে পৌঁছে যায় তবে তাকে নিয়োগের জন্য ইন্টারভিউ নিতে হবে কিংবা নিয়োগের জন্য বিবেচিত করতে হবে।

আর সসেই রায়কে মান্যতা দিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ জানায়, আদালতের রায় মেনে যে সমস্ত মামলাকারী প্রার্থীরা 2014 সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। এবং সেই মতে টেট সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টস নিয়ে 22 তারিখে কসবার কলকাতা জেলা প্রাথমিক সংসদের কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেই মতে গতকাল 967 জন ইন্টারভিউ এ অংশগ্রহণ করে।

এবং এখন ওই 97জন প্রার্থীও টেট উত্তীর্ণ এর তালিকায় উঠে এলেন। জানা যাচ্ছে পুজোর আগেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী সপ্তাহে এর সর্বশেষ আপডেট প্রকাশ করা হবে। সেই আপডেট পেতে এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment