Krishak Bandhu: পশ্চিমবঙ্গের এই সমস্ত কৃষকেরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে জেনে নিন

কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) যেমন এক দিকে বাংলার সমস্ত মহিলাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে, ঠিক তেমনি কৃষকবন্ধু প্রকল্পও কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার কতৃক বাস্তবায়িত হয়েছে। যেটি কৃষকদের আর্থিক সাহায্য ও ফসলের নিরাপত্তা প্রদান করছে।

Krishak Bandhu Status Check

চলতি বছরে যারা এই প্রকল্পের আবেদন (Krishak Bandhu Scheme) সঠিক নিয়ম অনুসারে করেছেন, তাদের ব্যাংক একাউন্টে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। যার জেরে কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, এটাই এখন গ্রাম বাংলার কৃষকদের মূল জিজ্ঞাস্য। তবে খুব শীঘ্রই কৃষকবন্ধুর টাকা দেওয়া হলেও, এই কিস্তিতে অনেকেই টাকা পাবেন না। কি কারণে টাকা পাবেন না, কারা টাকা পাবেন না, টাকা পেতে হলে কি করতে হবে, বিস্তারিত জেনে নিন।

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

প্রতি বছর রবি ও খারিফ মরসুম শুরুর আগে, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান যোজন তথা PM Kisan Yojana ও পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়। সেই হিসাবে ডিসেম্বর মাসে যোগ্য কৃষকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। তবে এবার অনেকেই টাকা পাবেন না। কারণ ও সমাধানের উপায় জেনে নিন।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

কারা কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাবেন, কি পাবেন না, সেটি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করলেই জানা যাবে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন,

  • সর্বপ্রথম কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর পর ‘নথিভূক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে কৃষকের বিবরণ, যেমন আধার নম্বর, মোবাইল নম্বর, এপ্লিকেশন আইডি প্রভৃতি দিয়ে লগিন করতে হবে।
  • এরপর লিংকের স্ট্যাটাস থেকে দেখে নিতে হবে
  • ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর, আধার নম্বর ও কৃষক বন্ধু আইডি এর সাথে লিংক আছে কিনা।
  • লিংক থাকলে ভালো, আর না থাকলে লিংক করে নিতে হবে।

কৃষক বন্ধু ও আধার লিংক

পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেতে কৃষক আইডির সাথে আধার সংযোগ বাধ্যতামূলক। তাই যারা এখনো আধার লিংক করেননি, তারা অতি সত্তর আধার ও কৃষক আইডি লিংক করিয়ে নিন। নতুবা এই কিস্তির টাকা পেতে দেরি হবে, আর সময় মতো লিংক না করালে টাকা না ও পেতে পারেন।

আধার লিংক কিভাবে করবেন?

গত ২৫শে নভেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে, কৃষক আইডি ও আধার সংযোগ ব্লক কৃষি অফিসে গিয়ে সাথে সাথে আধার সংযোগ করা সম্ভব। তবে অনলাইনেও আধার ভেরিফিকেশন করা যায় তাই সঠিক সময়ে টাকা পেতে আধার লিংক করিয়ে নিন।

click here red button

আধার সংযোগে কি কি নথি লাগবে?

  • কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন কপি
  • ভোটার কার্ডের জেরক্স
  • আধার কার্ডের জেরক্স
  • জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স
  • চালু মোবাইল নম্বর এবং
  • আধার সংযুক্তিকরণ ফর্ম

আরও বিস্তারিত এখানে দেখুন

উপসংহার

কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লাখ লাখ কৃষক উপকৃত হচ্ছেন। তবে বিগত কয়েক বছরে জালিয়াতির অভিযোগে এবার থেকে শুধুমাত্র আধার সংযোগ করেই যোগ্য কৃষক কে তার প্রাপ্য টাকা দেওয়া হবে। তাই এই প্রকল্পের টাকা পেতে হলে শীঘ্রই নিয়ম মেনে আধার সংযোগ করিয়ে নিতে হবে।

শেয়ার করুন: Sharing is Caring!