রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুসংবাদ (ICDS Supervisor Result 2024). পিএসসির মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের (Intregrated Child Development Service) পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু অনিবার্য কারণবশত প্রিলি এবং মেন পরীক্ষা হলেও পাঁচ বছর ধরে থমকে আছে এর নিয়োগ প্রক্রিয়া (ICDS Recruitment). যার কারণে কবে এর রেজাল্ট বেরোবে? কবে নিয়োগ সম্পূর্ণ হবে? এই নিয়ে হতাশায় ভুগছিলেন পরীক্ষার্থীরা।
ICDS Supervisor Result 2024 Check Online.
তাহলে আপনাদের বলে রাখি, সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট (ICDS Supervisor Result 2024) বের করা হয়েছে। পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কে বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। যেখানে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে এই পরীক্ষার কাট অফ মার্কস কত হল? পরীক্ষার্থীরা কিভাবে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন? সেই সব উল্লেখ করা হয়েছে। দেখে নেব এই সব বিষয় সম্পর্কে নিচে।
ICDS Supervisor Exam Cut Off Marks
পিএসসি মারফত আইসিডিএস সুপারভাইজার পদের মেন পরীক্ষার রেজাল্ট (ICDS Supervisor Result 2024) বের করা হয়েছে এবারে মেন পরীক্ষা হয়েছিল মোট চারটি পেপারে। প্রতিটির উপর ছিল ১০০ করে নম্বর, মোট 400 নম্বর। এর মধ্যে কাট অফ হয়েছে। আর সকল পরীক্ষার্থীদের এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া উচিত। UR – 255, OBC (A) – 210, OBC (B) – 235, SC – 211, ST – 180, MSP – 187, PH (HI) – 172, PH (LDCP) – 202.5.
পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার কিভাবে নিয়োগ হয়? বেতন ও সুযোগ সুবিধা জেনে নিন।
How To Check ICDS Supervisor Result 2024
১. প্রথমে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে www.psc.wb.gov.in যান।
২. হোম পেজের উপর What’s New সেকশনের নিচে View All অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর সংশ্লিষ্ট রেজাল্টের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করে পিডিএফ ডাউনলোড করে নিতে হবে।
৪. বিজ্ঞপ্তির মধ্যেই দেওয়া আছে মনোনীত প্রার্থীদের নামের তালিকা।
৫. নিজের রোল নাম্বার অথবা নাম এন্টার করে আপনারা দেখে নিন রেজাল্ট (ICDS Supervisor Result 2024).
Written by Nabadip Saha.
পশ্চিমবঙ্গে কবে হবে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা? PSC জানিয়ে দিলো।