WB HS Exam Question Pattern, প্রকাশ করেছে, এবং তার সাথে উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল (WBCHSE) ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার সূচী প্রকাশ করেছে। আর এদিন উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর নম্বর বিভাজন প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল (WBCHSE)।
বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিন্যাসটি ( WB HS Exam Question Pattern) প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্রে ১৮ নম্বরের এমসিকিউ, ১২ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ ও ১০ নম্বর মিলিয়ে মোট ৫০ নম্বরের বড় প্রশ্ন রয়েছে। ইংরেজিতে ১২ নম্বরের এমসিকিউ এবং আট নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তবে মূলত ভাষা, সমাজবিজ্ঞান এবং বাণিজ্য শাখার বিষয়গুলির প্রশ্নপত্রের বিন্যাসই প্রকাশিত হয়েছে।
অন্যদিকে রাশিবিজ্ঞান ছাড়া গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি বিষয়গুলির প্রশ্নবিন্যাস এদিন দেওয়া হয়নি। এদিন একইসঙ্গে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের ধরনও। তাতে আবার বেশ কিছু বিষয়ের প্রশ্ন বিন্যাস হাতে লেখা থাকায় তা নিয়ে আপত্তি তুলেছে শিক্ষকদের একাংশ। মনে করা হচ্ছে, ইচ্ছুক স্কুলগুলি যাতে টেস্ট আয়োজন করতে পারে, সে জন্য তড়িঘড়ি প্রশ্নবিন্যাস প্রকাশ করল সংসদ।
যদিও অভিবভাবকদের একাংশ মনে করছেন জীবনের এতো গুরুত্বপূর্ণ পরীক্ষা কাউন্সিলের নির্দিষ্ট পরিকল্পনামাফিক করা উচিৎ। বিভিন্ন বিষয়ের নম্বর বিভাজনে অসঙ্গতি রয়েছে।
আরো পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে ঘোষণা
সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন