WB HS Exam 2022 New Date: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরী সংবাদ।
অতিমারী বিধি মেনে অবশেষে আগামী ২রা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Exam 2022 New Date)। আর এই বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল (WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বড় খবর সামনে এলো। এক নজরে দেখে নেওয়া যাক কি কি খবর জানা গেছে।
সংসদ সূত্রে জানা গেছে, বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন (WB HS Exam 2022 New Date)! আর এই সম্ভবনার মধ্যেই জানা গেছে সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিনের।
গতকাল, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে একথা জানানো হয়েছে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স বা (JEE Main Exam 2022) পরীক্ষা সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের সময়সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত (WB HS Exam 2022 New Date).
প্রসঙ্গত সর্বভারতীয় পরীক্ষার রুটিনে বদল করা অতটা সহজ নয়। তাই তড়িঘড়ি করেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ঘোষণা করেছে।
এবার প্রশ্ন হচ্ছে কোন কোন পরীক্ষার সূচী বদল হবে, এবং সেই পরীক্ষা কবে হবে (WB HS Exam 2022 New Date)?
মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থা JEE এর প্রতিনিধির তরফে ঘোষণা করেছে এবারের JEE মেইন পরীক্ষা আগামী ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর এরই মধ্যে পড়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই দিন গুলোর একদিন আগে পিছে এবং দিন গুলোর মধ্যে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সূচীতে বদল হতে পারে।
আজ বুধবার মুখ্যসচিব এইচকে দ্বিবেদী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বৈঠক করেন নবান্নে। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদল হচ্ছে (WB HS Exam 2022 New Date)।
সংসদ সুত্রের খবর, পুর পরীক্ষার রুটিন বদলে যাবে না, কয়েকটি পরীক্ষার তারিখ বদলে যাবে। আগামী দুই তিন দিনের মধ্যেই নতুন সূচী (WB HS Exam 2022 New Date) প্রকাশিত হবে।
প্রসঙ্গত, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam 2022) শুরু হচ্ছে, আগামী ২ এপ্রিল থেকে এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজেদের স্কুলেই হবে। পরবর্তী আপডেট আসছে EK24 News এর সঙ্গে থাকুন।
প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য (নতুন আপডেট) ক্লিক করুন