বছরের শুরু থেকেই একের পর এক ছুটি (WB Holiday) পেয়ে চলেছেন সরকারি কর্মী, স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা। বছরের ছুটির ক্যালেন্ডার (WB Holiday List) বলছে সারা বছর কমবেশি ছুটি লেগেই থাকছে। একাধিক ছুটি পেয়ে সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী দের তো মজাই মজা। কিছুদিন আগে গরমের জন্য একটানা ছুটি পেয়েছেন পড়ুয়ারা। অত্যাধিক গরমে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ। আবার একই রকম ভাবে বছরের ছুটির ক্যালেন্ডারের চাইতে বেশি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়। জুন মাসে আবার একটি নতুন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।
WB Holiday Announcement
ছুটির ক্যালেন্ডার (WB Holiday List) ব্যতীত বছরের নানান সময় বহু উৎসব লেগেই থাকে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের ও বিভিন্ন ভাষার মানুষ বসবাস করেন। ফলে সমস্ত উৎসব, অনুষ্ঠানে রাজ্য সরকারি কর্মী, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ছুটি পান। এই ছুটি নিয়ে নানা মহলের নানা মত। তবু সকলের আনন্দের স্বার্থে হঠাৎ করেই বেশ কিছু ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। এপ্রিল ও মে মাস যেতেই জুন মাস এসে হাজির হয়েছে। আর এই মাসে রয়েছে জামাই ষষ্ঠী পার্বণ। আবার যদি বাংলা ক্যালেন্ডার দেখা যায়, তবে পয়লা বৈশাখ থেকে শুরু, এবং জৈষ্ঠের প্রহরে জামাই ষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ।
পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠীর দিনটা সাড়ম্বরে পালন করা হয়। এদিন শ্বশুরবাড়ি গিয়ে আদর আপ্যায়নে ভুঁড়িভোজ সারেন জামাইরা। হাসি আনন্দে কেটে যায় একটা গোটা দিন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জামাইষষ্ঠীতে মেতে ওঠেন।খাওয়া-দাওয়া হাসি, আড্ডায় দিনটি জ্যৈষ্ঠের ক্যালেন্ডারে লেখা থাকে। প্রায় প্রত্যেকেই চান জামাইষষ্ঠীর (Jamai Shasthi Holiday) দিনটা ছুটি থাকুক। সবারই মনে আকাঙ্ক্ষা থাকে দিনটায় কাজকর্মের ঝক্কি সামলে আনন্দ করা হোক। আর তাই সবাইকে চমকে দিয়ে রাজ্য সরকার ঘোষণা করলো ছুটির (WB Holiday).
কি কারনে ছুটি?
বাঙালির ঐতিহ্যের অনুষ্ঠান জামাইষষ্ঠী। প্রত্যেক বছরের মত এ বছরও বাংলা মাসের জ্যৈষ্ঠ এবং ইংরেজি মাসের জুনে পড়েছে জামাই ষষ্ঠী। তারিখ বলছে, আগামী ২৯ জ্যৈষ্ঠ এবং ইংরেজি মতে ১২ জুন জামাইষষ্ঠী রয়েছে। জামাইদের স্বার্থে রাজ্য সরকার ঘোষণা করেছে ছুটি। প্রতিবছরই এই দিন টিতে সরকার ছুটির ঘোষণা করে। চলতি বছরেও তার অন্যথা হলো না। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নর তরফে। গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে, জামাইষষ্ঠীর দিন অর্ধ দিবস ছুটি থাকবে।
নবান্নের বিজ্ঞপ্তি
সরকারের নোটিশ বলছে, আগামী ১২ জুন বুধবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থাকছে অর্ধদিবস ছুটি। এই দিন সরকারি মতে বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং সরকারি অফিস। যেহেতু অর্ধদিবস ছুটি, তাই ওই দিন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অফিসগুলি ছুটি হয়ে যাবে বলে নবান্নের নতুন বিজ্ঞপ্তিটি থেকে জানা যাচ্ছে। অর্থাৎ ঐদিন হাফ ডে ছুটি থাকছে বলে জামাইরা অনাথ সেই দুপুর দুটোর পর ছুটি নিয়ে শশুরবাড়ি গমন করতে পারবেন। সবদিক ভেবেচিন্তে তাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন, ডিয়ার লটারি খেলার নিয়ম বদলে গেল। নতুন নিয়ম জেনে Dear Lottery কাটুন।
WB Holiday for Jamai Shasthi 2024
প্রত্যেক বছরই রাজ্য সরকারি কর্মীরা জামাইষষ্ঠীর দিন হাফ ডে ছুটি পান। অতএব তাঁরা আশাতেই ছিলেন যে রাজ্য সরকার কবে ছুটির নোটিশ জারি করে। নয়তো ছুটি অনিশ্চিত হতে পারত। তাই বেশ আগেভাগেই নতুন করে ছুটির নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার। তবে ক্যালেন্ডার বলছে, ২০২১ সালে ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। জামাইষষ্ঠীর দিন হাফ ডে নয়, বরং পূর্ণদিবস ছুটি পেয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও ২০২১ সালের পুনরাবৃত্তি হচ্ছে না। বরাবরের মতো অর্ধদিবস ছুটি পাচ্ছেন সবাই।
আরও পড়ুন, SSC মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা। শাস্তির মুখে ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী?
পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মাঝেমধ্যেই সংযোজিত হয় নতুন নতুন দিন। গত বেশ কয়েক দিন একটানা ছুটি ছিল গরমের কারণে। অবশেষে ৩ তারিখ থেকে স্কুলে গিয়েছে স্কুল কলেজ। যদিও ছাত্রছাত্রীরা এই দিন থেকে স্কুলে যাচ্ছেন না। বরং ১০ তারিখ থেকে ছাত্র-ছাত্রীদের ডাকা হয়েছে। আর স্কুল খুলতে না খুলতেই জামাইষষ্ঠীর হাফ ডে ছুটির (Half Day Holiday) ঘোষণা হয়ে গেল।
গরমের ছুটি ফের বাড়বে?
পুনরায় গরম বাড়লে ফের ছুটি বাড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েই যায়। যদিও শিক্ষক-শিক্ষিকারা চাইছেন আর যেন ছুটি না পড়ুক। কারণ ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ছেন সিলেবাসের দিক থেকে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল খুললেই প্রি-টেস্ট। কম সময়ের মধ্যে এতটা সিলেবাস শেষ করা মুখের কথা নয়।অভিভাবকরা একই সুরে কথা বলছেন। ছাত্র ছাত্রীরাও চাইছেন আর ছুটি না হয়ে, এবার টানা স্কুল হোক। যদিও সবটা নির্ভর করছে গরমের পরিস্থিতির উপর। এবার দেখা যাক স্কুল খোলার পরে সরকার কি সিদ্ধান্ত নেয়।