WB Health Recruitment: শুধু ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিভাগ তথা WB Health Recruitment Board এর পক্ষ থেকে একটি বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাতে রাজ্য জুড়ে প্রচুর পদে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে।

Advertisement

WB Health Recruitment Highlights

  • শুধুমাত্র ইন্টারভিউ হবে
  • মোট ৪৪১টি শূন্যপদ
  • ছেলে মেয়ে সবাই আবেদন যোগ্য
  • নিজের জেলায় পোস্টিং
  • মাসিক মোটা বেতন ও বোনাস সহ আরও অন্যান্য সুবিধা
  • নিয়োগ কারী সংস্থা – রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।

শূন্য পদের বিবরণ

কোন এক ধরনের নয়, একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য স্বাস্থ্য দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সব পদের মধ্যে রয়েছে মেডিকেল অফিসার ইনচার্জ, অ্যাকাউন্টেন্ট কুক, নার্সিং স্টাফ ইত্যাদি। সব মিলিয়ে মোট ৪৪১ টি শূন্য পদ রয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা শূন্য পদ রয়েছে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য

১. সমস্ত আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. Health Recruitment অফিসার ইনচার্জ পদে আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে MBBS পাস করে থাকতে হবে।
৩. যারা নার্সিং স্টাফ পদের জন্য আবেদন করবেন তাদেরকে এমএসসি নার্সিং পাস করতে হবে।
৪. কুক পদের জন্য কেবল মাধ্যমিক পাস যোগ্যতার হলেই চলবে।
৫. সব ক্ষেত্রেই কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে।

নিয়োগ পদ্ধতি

WB Health Recruitment এর ক্ষেত্রে প্রার্থীদের বাছাইয়ের জন্য বিশেষ কোনো রকম লিখিত বা অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে না। আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে প্রথমে শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই অনুযায়ী ডেকে নেওয়া হবে সরাসরি স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর জন্য। যারা পাশ করবেন তাদেরকেই নিয়োগ করা হবে চাকরিতে।

বেতন

বিভিন্ন পদের প্রার্থীদের বিভিন্ন হারে বেতন প্রদান করা হবে। 8 থেকে 80 হাজার পর্যন্ত সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বেতন লাভ করবেন কর্মীরা। এছাড়াও যেহেতু পার্মানেন্ট চাকরি, তাই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পেনশন, DA (মহার্ঘভাতা), TA (ভ্রমন ভাতা), HRA (বাড়িভাড়া) ESI (স্বাস্থ্যবিমা) ইত্যাদি সুবিধা গুলিও থাকবে।

Advertisement

বয়সের নির্দিষ্ট সীমা

WB Health Recruitment আবেদনের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ থেকে ৭০ বছরের মধ্যে। বয়সসীমা হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী।

আরও পড়ুন, ভারতীয় ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ। বেতন, যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া

এক্ষেত্রে প্রার্থীদের আবেদনের জন্য অফলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে।
১. প্রথমে প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের লিংক বা DM অফিসের লিংক যেকোনো একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. এরপর Recruitment ট্যাবে ক্লিক করে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
৩. বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে বার করে নিন।
৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে সেটিকে পূরণ করে নিন।
৫. এরপর ইন্টারভিউয়ের দিন যথাস্থানে গিয়ে সেটি জমা করে দিন।
৬. সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স সঙ্গে রাখবেন। সেগুলি কেও জমা করতে হবে।

click here

প্রয়োজনীয় ডকুমেন্টস

১. পাসপোর্ট সাইজের ফটো।
২. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড।
৪. নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৫. স্থায়ী বাসস্থানের প্রমাণ।
৬. জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৭. নির্দিষ্ট পদে কাজে পূর্ব অভিজ্ঞতার প্রমাণ (যদি থাকে)।

আবেদন হয়ে গেলে, নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ এর ডাক পাবেন। এবং মনোনীত হলে খুব শীঘ্রই জয়েন করতে পারবেন। আরও এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত তথ্য পেতে EK24 News ফলো করুন।

Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment