WB Health Recruitment 2024 – পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ৩৫০০০ টাকা বেতনে প্রচুর কর্মী নিয়োগ। রইলো বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WBHSB) WB Health Recruitment 2024 এর মাধ্যমে জাতীয় স্বাস্থ্য মিশন এর কোয়ালিটি অ্যাশিওরেন্স প্রোগ্রামের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের (Employment Job Activity) ঘোষণা করেছে। আর এর মাধ্যমে সরাসরি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে।

WB Health Recruitment 2024 Notice

সারা রাজ্য থেকে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন। জয়েনিং এর পর রয়েছে মোটা বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা। কি ভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে? যোগ্যতা কি দরকার? সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা নীচে দেওয়া হলো।

কোন কোন পদে নিয়োগ?

এখানে একসঙ্গে ৪ ধরনের পদে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ (Job Vacancy) করতে চলেছে স্বাস্থ্য বিভাগ।
১. ডিস্ট্রিক্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাশিওরেন্স) – ২ টি পদ
২. ডিস্ট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ) – ১ টি পদ
৩. ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (কোয়ালিটি মনিটরিং) – ১ টি পদ

শিক্ষাগত যোগ্যতা

  • ডিস্ট্রিক্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাশিওরেন্স) ও ডিস্ট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ) পদের জন্য:
    ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি এবং স্বাস্থ্য ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
    ২. PG ডিপ্লোমা/ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (কোয়ালিটি মনিটরিং) পদের জন্য:
    ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি।
    ২. বায়োস্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজেশন থাকলে এবং স্বাস্থ্যক্ষেত্রে বা কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়সসীমা হিসাব করতে হবে।

WB Health Recruitment 2024 এর বেতন ও সুবিধা

  • ডিস্ট্রিক্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাশিওরেন্স)
  • ডিস্ট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ) – ₹৪০,০০০ প্রতি মাসে।
  • ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (কোয়ালিটি মনিটরিং) – ₹৩৫,০০০ প্রতি মাসে।

নির্বাচন প্রক্রিয়া

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের (Job Interview) মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট নম্বর পেয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে শেষমেষ নিয়োগ তালিকা তৈরি করা হবে।

আরও পড়ুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ! বেতন, যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া

WB Health Recruitment 2024 Apply online

আবেদনী প্রক্রিয়া

১. আগ্রহী প্রার্থীদের WBHSB এর ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২. হোমপেজে প্রথমে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদনের পেজে আসুন।
৩. স্ক্রিনে যে আবেদনপত্র দেখতে পাবেন তা পূরণ করুন।
৪. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন।
৫. সবশেষে আবেদনমূল্য ₹১০০ প্রদান করে Submit বাটন ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।

click here red button

আবেদনের শেষ তারিখ

স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখনো। আগামী ১২ জুলাই তা শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ জুলাই পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্যঃ
মূল বিজ্ঞপ্তি WBHSB এর ওয়েবসাইটে দেখুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment