পশ্চিমবঙ্গের পড়ুয়া ও ছাত্র ছাত্রীদের জন্য SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Scholarship) নিয়ে সুখবর। এতদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছিল রাজ্যে। কিন্তু সম্প্রতি এর সময়সীমা শেষ হয়েছে। এদিকে অনেক ছাত্র ছাত্রী এই দুই স্কলারশিপে (Govt Scholarship) আবেদন করতে চেয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পারেননি। তাদের আরেকবার সুযোগ দিল রাজ্য সরকার (Government Of West Bengal). এমনই একটি বিজ্ঞপ্তি (SVMCM Scholarship 2024 Official Notification) প্রকাশ করা হয়েছে।
SVMCM Scholarship 2024 Apply Last Date.
যেখানে উল্লেখিত রয়েছে যে স্বামী বিবেকানন্দ (SVMCM Scholarship) ও ঐক্যশ্রী (Aikyashree Scholarship) এই দুই স্কলারশিপে আবেদনের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হচ্ছে অর্থাৎ যারা একবার সুযোগ হারিয়েছেন তাদের কাছে এটাই শেষ সুযোগ, নিজের পছন্দমত স্কলারশিপে আবেদন জমা করে দেওয়ার। তবে আর দেরি না করে সত্ত্বর পুরোটা জেনে নিন এবং সময় থাকতে থাকতে দ্রুত আবেদন করে ফেলুন।
SVMCM Scholarship 2024
কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিন্স নামক স্কলারশিপটি (Merit cum Means Scholarship) আমাদের রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) নামে চালু করেছে। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্কলারশিপ। স্কুল বা কলেজে পড়াকালীন বা কোন প্রশিক্ষণ নেওয়া কালীন ছাত্র ছাত্রীরা।
SVMCM Scholarship eligibility
এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারেন। এই স্কলারশিপটি পেতে গেলে একজন ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, কোন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ন্যূনতম ৭৫ শতাংশ, স্নাতকের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পূর্ববর্তী পরীক্ষায় পাস করতে হবে।
পারিবারিক বার্ষিক আয় নূন্যতম ২.৫ লাখ টাকা হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে এই SVMCM Scholarship এর মাধ্যমে প্রতি মাসে ১০০০ টাকা করে প্রদান করে সরকার। স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় প্রতিমাসে ১৫০০ করে টাকা। আর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হয় মাসে ২৫০০ টাকা। আর এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রচলিত স্কলারশিপের মধ্যে অন্যতম।
Aikyashree Scholarship
SVMCM Scholarship মত ঐক্যশ্রী স্কলারশিপ টিও ছাত্রছাত্রীদের পড়াশোনার আর্থিক সুবিধার্থে চালু করা রাজ্য সরকারের তরফ থেকে। তবে এর একটি বিশেষ দিক হলো যে এখানে কেবল সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা এই আবেদন করতে পারে। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন জানাতে হলে একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বার্ষিক আয় ন্যূনতম ২ লাখ টাকা হতে হবে এবং সেই সঙ্গে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এই স্কলারশিপ এর মাধ্যমে প্রি-মেট্রিক লেভেলে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বছরে ১,১০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত পাবে। আর পোস্ট ম্যাট্রিক লেভেলে উচ্চ মাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed ছাত্র ছাত্রীদের জন্য বছরে ১০,২০০ থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত পাবে। আর এই সম্পর্কে (SVMCM Scholarship) জেনে নেওয়া দরকার।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু হলো। কারা আগে পাবেন? নতুন আবেদন কিভাবে করবেন?
কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো সময়?
সম্প্রতি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই দুই স্কলারশিপে আবেদনের সময় সীমা বাড়ানোর কথা। যেখানে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে এগুলির আবেদন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে তাড়িয়ে ৩১শে মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আরো দুমাস বাড়ানো হলো আবেদনের সর্বোচ্চ সময়সীমা। যারা এখনো আবেদন করেননি অযথা আর সময় নষ্ট করবেন না। এখনই আবেদন জমা করে দিন (SVMCM Scholarship).
Written by Nabadip Saha.