পশ্চিমবঙ্গে আমার কর্মদিশা বা Amar Karmadisha প্রকল্প শুরু হল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) রাজ্যবাসীর কল্যাণের কথা মাথায় রেখে অনেক ধরণের প্রকল্প নিয়ে এসেছেন। কিন্তু এই নতুন প্রকল্প সম্পর্কে জেনে নিতে চলেছি। এখানকার যুবক যুবতীরা উচ্চশিক্ষা গ্রহণের পরও তেমন একটা চাকরি পেতে দেখা যায় না। চাকরি না পাওয়ায় অনেকে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু এই জিনিস একদমই কাম্য নয়।
Amar Karmadisha Scheme Benefits Details.
এবার রাজ্যবাসীদের বেকারত্বের সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্পের আয়োজন করেছে। এই প্রকল্পের নাম Amar Karmadisha. এই আমার দিশা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করা হবে? এই সমস্ত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আর আপনাদের জেনে নেওয়া উচিত যে এই প্রকল্পে আপনারা চলতি দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্প আমার কর্মদিশা
রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়ে আগে থেকে অনেক পদক্ষেপ গ্রহণ করেছিল। এর আগে রাজ্য সরকারকে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিংও চালু করতে দেখা গেছিল। এবার ছেলে মেয়েদের চাকরির সুব্যবস্থা করার জন্য রাজ্যের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে Amar Karmadisha প্রকল্প চালু করা হয়েছে।
আমার কর্মদিশা প্রকল্পের সুযোগ সুবিধা
- Amar Karmadisha প্রকল্পে যে যুবক যুবতীরা নাম লেখাবেন তাদের বড় সংস্থায় ট্রেনিং এর ব্যবস্থা করবে রাজ্য সরকার।
- চাকরি পাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন হবে তা শিখিয়ে নেওয়া হবে যুবক যুবতীদের।
- পলিটেকনিক ও আইটিআই সহ আরো অনেক প্রতিষ্ঠানে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
- ওয়েব এবং মোবাইল অ্যাপ এর মাধ্যমে যুবক যুবতীরা নিজের পেশা পছন্দ করে নিতে পারবেন। এই প্রকল্পে আবেদনের জন্য যুবক-যুবতীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
আমার কর্মদিশা প্রকল্পে আবেদন প্রক্রিয়া
Amar Karmadisha প্রকল্পে আবেদনের জন্য যুবক যুবতীদের যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকার ক্যাম্পে ৩৬ টি সরকারি প্রকল্পের আবেদন করা যাবে। এর মধ্যে অন্যতম হলো আমার কর্মদিশা প্রকল্প। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ১৫ ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। আপনার নিকটবর্তী এলাকায় কবে দুয়ারে সরকার শিবির হবে সেটি জেনে নেবেন। সেখানে আমার দিশা বা আমার কর্মদিশা প্রকল্পের ফর্ম নিয়ে এসে।
উচ্চ মাধ্যমিক পাশ হলেই ঘরে বসে পাবেন 2500 টাকা। আজই এই কার্ড করে নিন।
বাড়িতে সেটাকে সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেই এই প্রকল্পে উপভোক্তা আপনি হতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে ৩০ তারিখের মধ্যেই আবেদন পত্রটি জমা দিতে হবে। আর আপনারা এই Amar Karmadisha সম্পর্কে আরও জানতে চাইলে অনলাইনে www.amarkarmadisha.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।
Written By Nupur Chattopadhyay.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার