পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জোড়া বেতন বৃদ্ধি। প্রত্যেক কর্মীর প্রায় ৭% বেতন বাড়ছে। হিসাব দেখে নিন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Employee Benefits Salary Hike) নিয়ে আন্দোলন ও মামলা নতুন কিছু নয়। সেই ২০১৬ সাল থেকে চলছে মামলা। আর পর পর ৩ বার জয়লাভ করেও কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) মেলেনি। কখনও স্যাট আবার কখনও কোলকাতা হাইকোর্ট একাধিক বার কর্মীদের পক্ষেই রায় দিয়েছে যে, “সরকারি কর্মীদের ডিএ ন্যায্য দাবী”। এবং সেইমতে কেন্দ্রীয় হারে (AICPI) ডিএ পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাজ্য সরকার সেই রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে।

Advertisement

Employee Benefits for West Bengal Govt. Employees

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় এবার সুপ্রীম কোর্ট কি রায় দেবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এরই মাঝে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির জোড়া সুখবর পেলেন। যদিও এর মধ্যে একটি সাধারণ নিয়মেই বেতন বাড়ে, আর অপরটি রাজ্য বাজেটেই ঘোষণা হয়েছিলো। কিন্তু পর পর দুই ধাপে বেতন বৃদ্ধিতে (Employee Benefits Salary Hike) ঠিক কতটা লাভবান হচ্ছে হিসাব টা একবার জেনে নিন।

Advertisement

বেতন বৃদ্ধির হিসাব

৪% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে

প্রথমত মে মাস থেকে ৪% হারে ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকার পোষিত বিভিন্ন সংস্থার কর্মী ও শিক্ষক শিক্ষিকারা। যার জেরে যাদের এখন ৩০ হাজার টাকা মূল মাইনে তাদের প্রায় ১২০০ টাকা বেতন বাড়বে চলতি মাস থেকেই। অর্থাৎ

  • ২৫০০০ টাকা বেসিক হলে ১০০০ টাকা বেতন বাড়বে
  • ৩০০০০ টাকা বেসিক হলে ১২০০ টাকা বেতন বাড়বে
  • ৩৫০০০ টাকা বেসিক হলে ১৪০০ টাকা বেতন বাড়বে
  • ৪০০০০ টাকা বেসিক হলে ১৬০০ টাকা বেতন বাড়বে

বার্ষিক ৩% ইনক্রিমেন্ট

অপর দিকে জুলাই মাসে ৩% বেসিক ইনক্রিমেন্ট হয়। সেক্ষেত্রে ৩০ হাজার টাকার ৩% অর্থাৎ ৯০০ টাকা, আর তারসাথে বাড়ি ভাড়া ভাতা ও DA সেই হারেই বাড়বে। অর্থাৎ বেসিক বেতন বাড়লে আনুসাঙ্গিক সমস্ত ভাতাও বাড়বে। সেক্ষেত্রে কমবেশি আরও ১৫০০ টাকা এর মতো বেতন বাড়তে পারে। অর্থাৎ পর পর দুই মাসে কমবেশি প্রায় ২৭০০ টাকার মতো বেতন বাড়ছে, যাদের ৩০ হাজার টাকা বেসিক।

School Teacher - পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক

অন্যদিকে যাদের মাইনে বেশি তাদের টাকার পরিমান আরও বেশি হবে। এদিকে যাদের চাকরির বয়স ১০ ও ১৮ বছর পূর্ণ হচ্ছে তারা আরও ৩% বেসিক বেতন বেশি পাবেন। অর্থাৎ সিনিয়র কর্মীদের আরও বেতন বৃদ্ধি হতে চলেছে জুলাই মাসে। যার জেরে পুজোর আগে একসাথে মোটা টাকা হাতে পাবেন রাজ্যের কর্মীরা।

Advertisement

আরও পড়ুন, রাজ্যের সরকারি কর্মীরা অগ্রীম বেতন কিভাবে পাবেন? জেনে নিন।

যদিও তাদের দাবীর চেয়ে এই প্রাপ্য অনেকটাই কম। তারপর ও এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রায় ৩০০০ টাকা বেতন বৃদ্ধি নেহাত কম নয়। এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন। এবং চাকরি ও অর্থনৈতিক আরও এই ধরনের তথ্য পেতে EK24 News ফলো করুন। আপনাদের মতামত কমেন্ট করুন।

আরও পড়ুন,
১) টাকার প্রয়োজন হলেই সরকার দেবে। এইভাবে আবেদন করলেই পাবেন।
২) হটাৎ টাকার দরকার হলে, কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করুন।
৩) একাউন্টে টাকা না থাকলেও জরিমানা হবেনা। নতুন ঘোষণা।

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জোড়া বেতন বৃদ্ধি। প্রত্যেক কর্মীর প্রায় ৭% বেতন বাড়ছে। হিসাব দেখে নিন।”

Leave a Comment