রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি সংবাদ। এবার থেকে বদলে গেল Ration Card এ প্রাপ্ত রেশনের সম্পূর্ণ সিস্টেম। চলতি মাসে রেশন তোলার আগেই সকল গ্রাহকদের ব্যাপারটি জেনে হওয়া উচিত। না হলে পড়তে হবে বিপদে। রাজ্যের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of West Bengal) এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
WB Food Supply Department on Ration Card
খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এরপর বাধ্যতামূলক ভাবে সমস্ত যায়গায় রেশনে ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে, যার মাধ্যমে মানুষ ঘরে বসেই Ration Card সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে পারবেন। এই নতুন নিয়ম আরো সুবিধা করতে চলেছে গ্ৰাহকদের। কেননা এবার থেকে রেশন Card সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য আর দোকানে গিয়ে লাইন দিতে হবে না, অনলাইনেই বাড়িতে বসে সব সম্ভব হবে। কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই ব্যবস্থায়, জেনে নিন।
অনলাইনে রেশন কার্ড সংশোধন
নতুন এই অনলাইন পরিষেবার মাধ্যমে রেশন কার্ডের নাম পরিবর্তন, দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবারের সদস্য অন্তর্ভুক্তি ইত্যাদি সমস্ত কাজ সহজেই করা যাবে। এজন্য শুধুমাত্র একটি স্মার্টফোনের প্রয়োজন হবে। খাদ্য দফতরের ফুড পোর্টালে গিয়ে এই সব কাজ সম্পন্ন করা যাবে। এই উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য হিসেবে নজির স্থাপন করেছে।
খাদ্য দফতর জানিয়েছে, এই নতুন পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড সংশোধন করা যাবে। রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানায় কোনো ভুল থাকলে তা বাড়ি বসেই ঠিক করে নেওয়া যাবে। এই সেল্ফ সার্ভিস পদ্ধতি গ্রাহকদের হয়রানি কমাবে এবং তাদের বারবার খাদ্য দফতরে গিয়ে ধর্না দিতে হবে না।
আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারের পর নতুন প্রকল্প, এবার ছেলে মেয়ে সবার অ্যাকাউন্টে ঢুকবে ৬০০০ টাকা।
বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার
রেশন বণ্টন ব্যবস্থায় ওজনে কারচুপি রুখতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহারও চালু করেছে রাজ্য খাদ্য দফতর। আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে, তবে ভবিষ্যতে তা বাধ্যতামূলক করা হবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কারচুপি রুখতে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে।
রেশন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে। এই আবহে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।।
সাধারণ মানুষের সেবা এবং দুর্নীতি প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের পদক্ষেপ একটি মাইলফলক বিশেষ। এই নতুন উদ্যোগ রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবং রেশন কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার দ্রুত সমাধান করবে। আগামীতে অন্যান্য রাজ্যের কাছেও এটি একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।
Written by Nabadip Saha.