অবশেষে আশা পূর্ণ হল সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। কর্মচারী সুবিধা বা Employee Benefits নিয়ে আর কেন্দ্র রাজ্য ফারাক থাকল না। এবার কেন্দ্রীয় হারেই টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরাও। বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর। কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) না মিললেও কার্যত কেন্দ্রীয় হারে প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund) পেতে চলেছেন পশ্চিমবঙ্গের কর্মীরা।
WB Finance Department order on GPF Employee Benefits
বস্তুত, কেন্দ্রের সমান DA দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্যের কাছে দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। প্রথম প্রথম তাদের কথায় কর্ণপাত না করলেও এ বছর ফেব্রুয়ারি মাসে ৪ শতাংশ এবং মে মাসে আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট করতে চেয়েছেন তাদের। যার ফলে এক ধাক্কায় তাদের ডিএ ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪ শতাংশ। এর ওপর কয়েকদিন আগেই নবান্ন মারফত আরও একটি বিজ্ঞপ্তি আসে, যেখানে বলা হয় মে মাসের মহার্ঘ ভাতা এপ্রিল থেকে দেওয়া হবে।
যার কারণে আরো এক মাসের অতিরিক্ত ৪ শতাংশ ডিএ লাভ (Employee Benefits) করবেন রাজ্য সরকারি কর্মীরা। জুন মাসের বেতনের সঙ্গেই এই টাকা ঢুকবে। কিন্তু তাতেও অনেকেরই বক্তব্য ছিল, “কেন্দ্রের ডিএ বর্তমানে ৫০ শতাংশ, আর রাজ্যের ১৪ শতাংশ। ৩৬ শতাংশ ফারাক থেকেই গেল। রাজ্য সরকার এক মাসের ডিএ অতিরিক্ত দেবে। কিন্তু ডিএর পরিমাণ বাড়ায়নি।”
Employee Benefits on GPF Payment
এবার কর্মীদের কথা মেনে অবশেষে কেন্দ্রীয় হারে টাকা দিতেই রাজি হয়ে গেল রাজ্য। গত ১৪ জুন রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ সুদ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দফতর। এতে জানানো হয়েছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে ৭.১ শতাংশ হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত অর্থে সুদ পাবেন সরকারি কর্মীরা।
এছাড়াও রাজ্যের কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড সহ আরো যেসব ক্ষেত্রে রাজ্য সরকার টাকা দিয়ে থাকে সেগুলিতেও একই সুদের হার প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যপাল ও স্বাক্ষর দিয়েছেন এতে। অর্থাৎ এখন বড়সড়ো লক্ষ্মী লাভ (Employee Benefits) হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বিরাট চমক। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ
গত ১০ জুন কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সুদ (Provident Fund interest rate) নিয়ে ঘোষণা করে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, সাধারণ ভবিষ্য তহবিল, ভারতীয় অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড সব ক্ষেত্রেই ৭.১ শতাংশ সুদ এই ত্রৈমাসীকে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এবার সেই পথে হেটেই রাজ্য সরকার ও তার কর্মচারীদের একই সুবিধা দেওয়ার ঘোষণা করল।
উল্লেখ্য, এখনো পর্যন্ত কর্মীদের জি পি এফ ফান্ডে মোট ১৬ টি ত্রৈমাসিকের সুদ প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন ধরে ৭.১ শতাংশ করেই সুদ দেওয়া হয়েছে প্রত্যেকের একাউন্টে। আর সেই ধারা অক্ষুন্ন রেখে এপ্রিল -জুন ত্রৈমাসিকেও একই সুদের হার ধার্য করল কেন্দ্রীয় সরকার। এতে তাদের তেমন কোন লাভ হলো না ঠিকই। কিন্তু কেন্দ্রীয় হারে টাকা পেয়ে খুশি হলেন রাজ্য সরকারি কর্মীরা।
Written by Nabadip Saha.