WB Employees DA Update

রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ। অধির অপেক্ষায় থাকা সেই মামলাটি আজ ২৮ নম্বরে থাকায় মাত্র কয়েক মিনিট শুনানি হয়েছে। তাই উক্ত মামলাটির আজ কন ইতিবাচক খবর আসেনি। আগামী মঙ্গলবার মামলাটির শুনানি পুনরায় হবে। এবং আশা করা যাচ্ছে, সেইদিন মামলাটির সিরিয়াল প্রথম পাঁচ এর মধ্যে থাকবে। এবং সেইদিন শুনানির জন্য পর্যাপ্ত সময় থাকবে। মামলার অন্যতম আইনজীবী জানিয়েছেন আগামী মঙ্গলবার শুনানির দিনে তিনি বক্তব্য পেশ করবেন, আগামী মঙ্গলবার আপডেট দেওয়া হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment