WB Employees And Pensioners – পুজোর আগে বড় ঘোষণা নবান্নের।

WB Employees And Pensioners update : পুজোর আগেই সরকারি কর্মীদের পারিবারিক পেনশনের বড় ঘোষণা সরকারের। এদিন নবান্নের (Nabanna) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়া যেত মাসিক সর্বোচ্চ ৩৬০০ টাকা।ষষ্ঠ পে কমিশনের (6th pay Commission West Bengal) সুপারিশ অনুযায়ী পারিবারিক পেনশনের (Pension West Bengal) ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই অর্থ করা হয়েছে ৯০০০ টাকা।সরকারি কর্মীদের পারিবারিক পেনশন বাড়ল তবে পেনশন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মগুলি একই থাকছে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে প্রয়াত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা এবং বিবাহ বিচ্ছিন্না মেয়ে, বিধবা বা অবিবাহিত মেয়ে বরাদ্দ অর্থ পান। রাজ্য সরকারের এই নির্দেশিকায় উপকৃত হবেন অনেকে। সামনেই পুজো। তার আগে এই ঘোষণায় অনেকেই উপকার পাবেন বলে মনে করা হচ্ছে।

” শিক্ষা, চাকরি, কেরিয়ার ও সমস্ত আপডেট পেতে ইন্সটল করুন আমাদের android app সম্পূর্ণ ফ্রিতে Installation Link

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment