AICPI বা কেন্দ্রীয় হারে ডিএ পেতে ২০১৬ সাল থেকে চলছে স্যাট ও হাইকোর্টের কেস। পরপর দুবার জয় এলেও হয়নি প্রত্যাশা পুরন। বর্তমানে তিনটি সংগঠনের আলাদা কেস রয়েছে। এদিকে রাজ্য ও নতুন করে রিভিউ করেছে। অন্যদিকে স্যাটে গত ৩ আগস্ট শুনানি ছিল, কিন্তু সিরিয়াল পেছনে থাকায় শুনানি হয়নি। গত মঙ্গলবার অর্থাৎ ১০ ও আগস্ট শুনানি হলনা। কর্মীদের আইনজীবী প্রবীর চ্যাটার্জি জানিয়েছেন এদিন হাফ ডে থাকায় আজ ও শুনানি হল না। আসলে রাজ্য ও ভাগ্য দুইই একের পর এক সময় বিলম্ব করছে। তবে জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। তার সাথে কর্মীদের ধৈর্য ও বিশ্বাস রাখার আবেদন জানিয়েছেন। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।