আজ রাজ্যের করোনার রিপোর্ট কার্ড

করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫০০-য় নেমে গেল সোমবার। গত তিন দিন ধরে নমুনা পরীক্ষা কমেছে অনবরত। তার প্রভাবেই করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৫০০-তে। বাংলায় মাস খানেকেরও বেশি সময় ধরে করোনার দৈনিক সংক্রমণ সীমাবদ্ধ রয়েছে ৫০০ থেকে ৮০০-র মধ্যে। করোনা মুক্তের সংখ্যাও ৬০০ থেকে ৮০০-র মধ্যে রয়েছে। কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ শুধু ৫০-এর উপরে। সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী, ৪০ থেকে ৫০-এর মধ্যে রয়েছে দার্জিলিং, নদিয়া ও হাওড়ার সংক্রমণ। কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ কদিন ধরেই কাছাকাছি চলছিল। বাংলার ১০ জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন। তবে আসংক্ষার কথা হলো, আইসিএমআর এর একটি সার্ভে রিপোর্ট বলছে অক্টোবর নাগাদ করোনার তৃতীয় ঢেউ শীর্ষে থাকবে ভারতে। তাই সকলে সচেতন থাকুন, করোনা বিধি মেনে চলুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment