College Admission 2024: নতুন নিয়মে কলেজে ভর্তির পোর্টালে আবেদন শুরু হলো। কিভাবে আবেদন করবেন? কি নথি লাগছে?

সম্প্রতি পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতক স্তরে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া (College Admission) শুরু হয়েছে। একেবারে নতুন নিয়মে হচ্ছে এবারের আবেদন। এতদিন ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজের ফর্ম ফিলাপের জন্য তাদের আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা করতে হতো। কিন্তু এবছর সমস্ত কলেজের অ্যাপ্লিকেশনের জন্য একটিই Centralised admission portal বা সেন্ট্রালাইজড পোর্টাল চালু করেছে রাজ্য সরকার।

Advertisement

WB College Admission Portal 2014

এর ফলে তাদের যে কলেজগুলি পছন্দ সেই সেই কলেজগুলিতে একই জায়গা থেকে আবেদন করতে পারছেন। যা অত্যন্ত সুবিধা জনক হয়েছে। কিভাবে করা যাচ্ছে কলেজে ভর্তির নতুন পোর্টালে আবেদন? এজন্য কি কি নথিপত্র সঙ্গে রাখতে হচ্ছে? সেই সব নিয়ে কথা বলব আজকের প্রতিবেদনে। পুরোটা মন দিয়ে পড়ে তবেই আবেদনের জন্য এগোন।

Advertisement

নতুন পোর্টালে কি কি সুবিধা রয়েছে?

১. কেন্দ্রীভূত পোর্টালে (Centralised admission portal) মোট ৪৬১টি সরকারি এবং সরকার-পোষিত কলেজ আছে। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ২৫টি কলেজে আবেদন করতে পারবেন।
২. যতগুলি কলেজে তারা আবেদন করবেন, তার সমস্ত তথ্য দেখতে পাবেন একই জায়গাতে। ফলে সেগুলিকে অ্যাক্সেস করতেও সুবিধা হবে।

৩. College Admission এ শুধু আবেদনই নয়, ভর্তি প্রক্রিয়াও এই একই পোর্টাল থেকে করতে পারবেন ছাত্রছাত্রীরা।
৪. রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম ফিলাপ, এডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষার রেজাল্ট চেক সব করা যাবে এই ওয়েবসাইট থেকেই।
৫. সেন্ট্রালাইজড পোর্টাল থেকে কলেজ গুলিতে আবেদন করার জন্য কোন টাকা লাগবে না।

কিভাবে ভর্তির আবেদন করবেন?

১. ছাত্র-ছাত্রীদের প্রথমেই চলে যেতে হবে ‘বাংলার উচ্চ শিক্ষা’ পোর্টালে। সেখান থেকেই শুরু করতে হবে অনলাইন আবেদনের প্রক্রিয়া।
২. প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যাবতীয় তথ্য দিয়ে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন তারা
৩. সেগুলি দিয়ে একাউন্টে লগইন করার পর College Admission বা ভর্তির জন্য ফর্ম ফিলাপ করতে হবে।

Advertisement

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সেরা ১০ পলিটেকনিক কলেজের তালিকা। যোগ্যতা, খরচ, আবেদন প্রক্রিয়া ও চাকরির সুযোগ

৪. এজন্য তালিকা থেকে পছন্দমত কলেজ বেছে নিতে হবে।
৫. অনার্স না পাস কোর্সে আবেদন করবেন সেটি কেও বেছে নিতে হবে। যদি অনার্স হয় তবে নির্দিষ্ট সাবজেক্ট নির্বাচন করতে হবে।
৬. এরপর আবেদনের ফর্ম আসবে। সেটিকে সঠিকভাবে ফিলাপ করে ফেলতে হবে।
৭. তারপর কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস চাইবে সেগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে।
৮. হয়ে গেলে নিজের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন একবার রিভিউ করে ফাইনালি Submit করে দিতে হবে। তাহলেই আবেদন শেষ।

কি কি নথিপত্র লাগছে?

  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড।
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
  • ব্যাংকের পাস বই।

কবে আবেদন শুরু, কবে শেষ?

কেন্দ্রীভূত পোর্টালের (Centralised admission portal) মাধ্যমে কলেজগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গত রবিবার মধ্যরাত থেকে পোর্টাল খুলে গিয়েছে রেজিস্ট্রেশনের জন্য। আগামী ৪ জুলাই ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment