WB By Poll – কেন্দ্রীয় সরকারী কর্মীদের নিয়ে ভোট, দাবি

WB By Poll : কেন্দ্রীয় সরকারী কর্মীদের নিয়ে ভোট করানোর দাবি করলো বিজেপি। ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই পোলিং অফিসার হিসেবে রাজ্য সরকারি কর্মীদের নিয়োগ করা হলে নিরপেক্ষতা থাকবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এই অভিযোগ করলেন বিজেপি নেতারা (BJP)। তাঁদের আবেদন, ভবানীপুরে কেন্দ্রীয় সরকারের কর্মীদের পোলিং অফিসার হিসেবে রাখা হোক। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে (CEO Office) একগুচ্ছ দাবি নিয়ে যান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, সৌমিত্র খাঁ, শিশির বাজোরিয়া ও অর্জুন সিং। সেখানে ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি করেছেন গেরুয়া শিবিরের প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, ফিরহাদ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন। প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে ভোটে বাধা দিতে পারেন ফিরহাদ। এর পাশাপাশি ভোটপ্রক্রিয়ায় কেন্দ্রের কর্মীদের নিয়োগ করার দাবি তুলেছেন বিজেপি নেতারা। অর্জুন সিং (Arjun Singh) বলেন, ভোটে শাসক দল নিজেদের শ্রমিক সংগঠনের সদস্যদের কাজে লাগানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের দায়িত্ব দেওয়া হোক।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment