Utsashree Portal – উৎসশ্রী থেকে বদলি হওয়া শিক্ষকদের বেতন ও বকেয়া নিয়ে শিক্ষকদের নয়া নির্দেশ।

রাজ্যের সরকারী সাহায্য পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলীর (Online Teachers Transfer) জন্য এবং শিক্ষক বদলী প্রক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য চালু হয় উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal)। আর উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal) চালুর কয়েক মাসের মধ্যেই প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর মিলিয়ে বদলির সুযোগ পাওয়া শিক্ষকের সংখ্যা কয়েক হাজার ছাড়ালো। শিক্ষক বদলির পোর্টাল উৎসশ্রী ৩১ জুলাই উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবন সূত্রে খবর, শিক্ষকদের বাড়ির কাছে বদলি করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়ন করতে তারা তৎপর। সেইমতো এগচ্ছে কাজকর্ম। তবে নতুন করে বদলী পাওয়া শিক্ষকদের বেতন ও বকেয়া (Salary, Arrear) এবং তাদের প্রফাইলে নতুন স্যালারি অ্যাকাউন্ট আপডেট প্রভৃতি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নির্দেশিকা এলো শিক্ষা দপ্তর থেকে।

অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের আগের স্কুল থেকে নতুন স্কুলের দুরত্ব কয়েকশ কিলোমিটার। তাই অনেক শিক্ষকই আছেন যারা আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে বাড়ির কাছের কোনও শাখায় আনবেন। সেক্ষেত্রে তাদের নতুন শাখার IFSC Code, MCIR Code আপডেট করতে হবে।

এছাড়াও যে সমস্ত শিক্ষক শিক্ষিকার আগের কোনও এরিয়ার কিম্বা বকেয়া পাওনা রয়েছে, তাদের ও নির্দিষ্ট ফরম্যাটে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। অনেক শিক্ষক শিক্ষিকাই আছেন যাদের পে কমিশন, A category Upgradation, Grade Pay Increase প্রভৃতি সঙ্ক্রান্ত বকেয়া বিল বাকি রয়েছে। তাদের সেই বকেয়া টাকা নতুন স্কুলের সংশ্লিষ্ট সার্কেল থেকে এবং সংশ্লিষ্ট জেলার ট্রেজারি থেকে বিল ইস্যু হবে। তার জন্য শিক্ষকদের যে বকেয়া পাওনা রয়েছে, তা আগের সার্কেল অফিস থেকে লিখিয়ে আনতে হবে।

শিক্ষাদপ্তর সুত্রে জানা গেছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ( Utsashree Portal) বদলি (Transfer) হয়ে নতুন Circle এ Join করেছেন, তাদের পূর্বের Circle এ কোনো Arrears Pending থাকলে পূরাতন Circle Office থেকে সংশ্লিষ্ট Arrear এর জন‍্য Non Withdrawal Certificate নিয়ে এসে নতুন Circle Office এ জমা করতে হবে। বকেয়া Arrear Bill নতুন Circle থেকেই ইস্যু হবে। তার জন্য পূর্বের স্কুলের সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের কাছে বকেয়া বিল সংক্রান্ত সমস্ত বিবরণ দিয়ে আবেদন করতে হবে। তারপর বিদ্যালয় পরিদর্শকের কাছ থকে Non Withdrawal Certificate নিয়ে এসে নতুন Circle Office এ জমা করতে হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment