রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর। শিক্ষকদের বদলির নিষেধাজ্ঞা উঠতে চলেছে। Utsashree Portal তথা উৎসশ্রী পোর্টাল শীঘ্রই পুনরায় চালু হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন (SSC) ও প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এই মর্মে জানিয়েছে, শিক্ষকদের বদলির জন্য নির্ধারিত এই পোর্টালটি চালু করার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
Utsashree Portal is reopening soon for Teachers Transfer
উৎসশ্রী প্রকল্প
শিক্ষকদের ট্রান্সফার বা বদলি প্রক্রিয়া ডিজিটালাইজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাট্টার্জী চালু করেন উৎসশ্রী প্রকল্প। Utsashree Portal এর মাধ্যমে শিক্ষকরা অনলাইনে তাদের ট্রান্সফার আবেদন করতে পারেন এবং ট্রান্সফার প্রক্রিয়া স্বচ্ছ ও সহজতর হয়। ফলে এর মাধ্যমে দারুণ উপকৃত হচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা।
কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন মামলার কারণে ‘উৎসশ্রী পোর্টাল’ বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও আটকে রয়েছে, যা তাদের পেশাগত জীবনে বিপত্তি সৃষ্টি করেছে। তবে এবার পুনরায় শিক্ষকদের জন্য এই সুবিধা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষকদের ভোগান্তি ও আশার আলোঃ
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ‘উৎসশ্রী’ পোর্টাল বন্ধ রয়েছে। অনলাইনে আবেদন করলেও সেগুলি গ্রহণ করা হচ্ছে না এবং আবেদন প্রক্রিয়ায় কোন অগ্রগতি নেই। এর ফলে বহু শিক্ষক শিক্ষিকা বদলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এক শিক্ষিকা বদলি চেয়ে অফলাইনে আবেদন করলেও তা খারিজ করা হয়েছিল। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালত নির্দেশ দেয় যে, অনলাইনে আবেদন বন্ধ থাকলে অফলাইনে আবেদন গ্রহণ করতে হবে।
শিক্ষক সমাজ মনে করছে, ‘উৎসশ্রী’ পোর্টাল পুনরায় চালু হলে তাদের বদলির সমস্যা অনেকটাই কমে যাবে। পর্ষদ যদি দ্রুত এই পোর্টাল চালু করতে পারে, তবে শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া সহজ এবং কার্যকর হবে।
আরও পড়ুন, DA বৃদ্ধির পর এবার রাজ্য সরকারি কর্মীদের এই বিশাল সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
আদালতের নির্দেশ ও পর্ষদের অবস্থানঃ
কলকাতা হাইকোর্ট West Bengal Board of Primary Education তথা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে, পোর্টালটি কতদিনের মধ্যে পুনরায় চালু করা হবে সেই সময়সীমা জানাতে হবে। এর আগে বিচারপতি পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন, অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ থাকলে অফলাইনে আবেদন গ্রহণ করতে হবে। কিন্তু, পর্ষদ জানিয়েছে, অফলাইনে আবেদন প্রক্রিয়ায় একাধিক তথ্য প্রয়োজন হয়, যা সংগ্রহ করা কঠিন। তাই উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু করাই একমাত্র সমাধান।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পোর্টালটি চালু হওয়ার পর বদলির প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে। শিক্ষকদের বদলির জন্য আবেদন, যাচাই, এবং অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের জন্য এটি অনেক সহজ হবে।
‘উৎসশ্রী’ পোর্টাল পুনরায় চালু হওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষক সমাজ। আশা করা হচ্ছে, এটি চালু হলে শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত জীবন অনেকটাই স্বস্তিদায়ক হবে। এবং আগামী ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ থাকার নির্দেশিকা জারি হয়েছিলো সেই নিষেধাজ্ঞা উঠে পুজোর আগেই পোর্টাল চালু হওয়ার কথা জানা যাচ্ছে।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, হাতে পয়সা জমছে না? এই 5 টি কাজ করলেই সম্পদের পরিমান বাড়বে।