নতুন ল্যাপটপ, কম্পিউটার কিম্বা মোবাইলফোন কেনা আজকাল খুবই খরচ সাপেক্ষ ব্যাপার। (Used Laptop) আবার অনেকের বাজেট কম থাকে কিন্তু ডিম্যান্ড বেশী থাকে। অনেকে গেমিং ফ্রেন্ডলি গ্যাজেট কিনতে চায়। আবার অনেকের কয়েকদিন পর পর নতুন মডেল ব্যাবহার করার সখ থাকে। তাই আজকাল সেকেন্ড হ্যান্ড ডিভাইস Renewed কিম্বা Refurbished নামে বিক্রি হচ্ছে (used computer)। আর আজকাল এর ডিম্যান্ড এতো বেশী যে অনলাইন অফলাইন সবরকম উপায়েই কেনা যায়। তবে এইসব ডিভাইস কেনা বেচার ক্ষেত্রে মূল সমস্যা হলো ক্রেতা এবং বিক্রেতার থেকে মিডিল ম্যান বেশী লাভ নিয়ে যায়। হয় বিক্রেতা বেশী দাম পায় না, কিম্বা অরিজিনাল পার্টস রেখে দিয়ে ডুপ্লিকেট পার্টস দিয়ে নতুন করে আসেম্বেল করে বিক্রি করে দেয়। (used mobile)
সব ক্ষেত্রেই যে এই সমস্যা তা নয়, বর্তমানে বড় বড় ইকমার্স ওয়েবসাইটে Renewed কিম্বা Refurbished ল্যাপটপ, কম্পিউটার কিম্বা মোবাইলফোন কিনতে পারেন।সেগুলো গ্যারান্টি সহ পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রেও অনেক টাকা লেগে যায়। তবে একটা ভালো উপায় আছে, অনেকেই এক ডিভাইস বেসিদিন ব্যাবহার না করেই বিক্রয় করে দেয়, সেইগুলো যদি আপনি কিনতে পারেন তবে অরিজিনাল বিলের সাথে অরিজিনাল ডিভাইস ও পেয়ে যাবেন। আবার আপনি যদি বিক্রয় করতে চান, তবে অরিজিনাল ক্রেতা পেলেও সঠিক দাম টা আপনি পাবেন। (used computer)
OLX এর মতো ওয়েবসাইটে অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবেন। খুব সহজেই অনেকটা কম দামে এই ল্যাপটপগুলি কেনা সম্ভব। যদিও, অনলাইনে এই ধরনের ল্যাপটপ (Used Laptop) কেনা খুবই বিপজ্জনক হতে পারে। শুধুমাত্র সেলারের কথা ও কিছু ছবি দেখে ল্যাপটপের কন্ডিশন জানা সম্ভব নয়।
Apple, Dell এর মতো কোম্পানির ওয়েবসাইট থেকে রিফারবিশড ল্যাপটপ কিনলে সম্পূর্ণ এক বছরের ওয়ারান্টি পাবেন (Used Laptop)। যদিও, 2Gud, Amazon এর মতো ওয়েবসাইট থেকে রিফারবিশড ল্যাপটপ কিনলে মিলবে কয়েক মাসের ওয়ারান্টি। Amazon থেকে রিফারবিশড ল্যাপটপ কিনলে, সেলারের রিভিউ ভালো করে দেখে নিন।
আরও পড়ুন, অনলাইনে টাকা ইনকাম করতে হলে অবশ্যই দেখুন
আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলের নিচে কমেন্ট সেকশনে আপনার বক্তব্য ও কন্টাক্ট নম্বর কমেন্ট করতে পারেন যদি আপনি ল্যাপটপ, কম্পিউটার কিম্বা মোবাইল কিনতে বা বেচতে চান। এবং আমাদের ফেসেবুক পেজে ল্যাপটপ, কম্পিউটার কিম্বা মোবাইল এর ছবি ও আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে পোষ্ট করতে পারেন। সেক্ষেত্রে সরাসরি ক্রেতা বা বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে ক্রেতা ও ভালো দাম পাবেন, আবার বিক্রেতাও অরিজিনাল জিনিসটা কম দামে পাবেন, যেহেতু কোনও মিডিলম্যান নেই।এছাড়া কেউ যদি তার ল্যাপটপ বা ডেক্সটপ বিক্রয় করতে চান তাহলে সয়াসতি আপনার কন্তাক্ট নম্বর এবং কনফিগারেশন কমেন্ট করে কিম্বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এই মুহূর্তে অনেক অফিসে ল্যাপটপ ও ডেক্সটপ সেকেন্ড হ্যান্ড হিসাবে কিঞ্ছে। সেক্ষেত্রে ভালো দাম পেতে পারেন। (Used Laptop)
আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ক্লিক করুন EK24 News Facebook Page
বিশেষ সতর্কতা – যেকোনো আর্থিক লেনদেন নিজের দায়িত্বে করবেন। এবং পুরনো জিনিস কেনাবেচার আগে অবশ্যই টেস্ট করে নেবেন। কোনরূপ প্রতারিত হলে EK24 News দায়ী নয়।