পশ্চিমবঙ্গের অজস্র রেশন কার্ড বাতিল! তালিকা দেখুন ও Ration Card বাঁচাতে চাইলে আজই এই কাজ করুন।

আপনার কি রেশন কার্ড আছে? তবে আপনার জন্য রয়েছে Ration Card বাতিল সংক্রান্ত একটি জরুরি আপডেট। যদি সরকারি নির্দেশ না মেনে এই কাজ না করে থাকেন, তবে শীঘ্রই এই কাজটি সেরে ফেলুন। নইলে রেশন ও বন্ধ হবে, আর কার্ড ও বাতিল হবে। সম্প্রতি জানা গেছে প্রচুর মানুষের কার্ড বাতিল হয়ে যাচ্ছে। অথবা রেশন তুলতে পারছেন না। হঠাৎই খাদ্য দপ্তর থেকে অনেকেই চিঠি পাচ্ছেন রেশন কার্ড ব্লক হয়ে যাওয়ার। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিতে শুরু করেছে রাজ্যে। Ration কার্ড প্রচুর মানুষের অন্ন সংস্থান করে দেয়। তাই এই কার্ড বাতিল হলে অনেকেই সমস্যায় পড়বেন। তাই কি কারনে কার্ড বাতিল হচ্ছে আর এই মুহুর্তে কি করনীয় জেনে নিন।

Update Ration Card E Kyc Online

তাই যাদের রেশন কার্ড নিষ্ক্রিয় বা ব্লক হয়ে গেছে, তারা আর পরের মাস থেকে রেশন নিতে পারবেন না। এছাড়াও এই কার্ড আপডেট না করলে আর নথি হিসেবেও এরপর থেকে গ্রহণ হবে না কোথাও। যার ফলে মানুষ পড়তে পারে চরম সমস্যায়। ইতিমধ্যেই ১ কোটি ৬৬ লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছেছে কার্ড বাতিলের। আপনার ওপরেও আসতে পারে এই শাস্তি। বাঁচতে হলে কি করনীয় দেখে নিন ঝটপট।

কেন রেশন কার্ড বাতিল হচ্ছে?

সকলেরই রেশন কার্ড বাতিল হওয়ার আগে ফোনে একটি করে মেসেজ আসছে থেকে বলে শোনা যাচ্ছে। যেখানে উল্লেখিত থাকছে যে উপভোক্তার কার্ডটি বাতিল করা হয়েছে সরকার থেকে। কি এর কারণ অনেকেই বুঝতে পারছে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সঠিকভাবে E Kyc নথি যাদের আপডেট করা নেই তাদের কার্ড বাতিলের মুখে পড়ছে এক্ষেত্রে।

২০২১ সাল পর্যন্ত খাদ্য দপ্তর এর কাছে এমন ১ কোটি ৬৬ লক্ষ কার্ড পাওয়া গেছে যে গুলোর Ration Card E Kyc জমা করা নেই। এতদিন ধরে মানুষকে বলা হয়েছে দ্রুত তাদের KYC Update করার জন্য। কিন্তু তারা করেননি। সেই কারণেই বর্তমানে খাদ্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এই সব Ration কার্ড গুলোকে এক লহমায় বাতিল করে দেওয়ার, এমনই মনে করছেন অনেকে। তবে সেই সঙ্গে এও বলা হয়েছে গ্রাহকরা চাইলেই তাদের বাতিল কার্ড গুলো আবার ফিরে পেতে পারেন। এই জন্য দ্রুত তাদের কেওয়াইসি নথি জমা করতে হবে।

রেশন কার্ড বাতিল হয়েছে কিনা কিভাবে জানবেন?

১. এই জন্য প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর হোম পেজে এসে ‘Check your Ration Card Status’ অপশনে ক্লিক করতে হবে।
৩. রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি নির্বাচন করুন।
৪. Search বাটনে ক্লিক করলে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে।

৫. যদি Active লেখাটি আছে বুঝবেন আপনার কার্ড এখনো বাতিল হয়নি।
৬. অন্য দিকে Deactivated দেখালে জানবেন সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে।
৭. এই পরিস্থিতিতে দ্রুত Ration Card E Kyc জমা করে আপনি নিজের রেশন কার্ড পুনরায় Unblock বা চালু করতে পারেন।

বাতিল রেশন কার্ড কিভাবে চালু করবেন?

যাদের e-Kyc সম্পন্ন হয়েছে। তাদের কার্ড বাতিল হওয়ার কথা নয়। এবং অফিসিয়াল ওয়েবসাইটে Status Check করলে তাদের কার্ড Active দেখাবে। আর একটিভ থাকলে তাদের কিছু করতে হবে না। কিন্তু যদি একটিভ না থাকে, অর্থাৎ Deactivated দেখায়, তবে সেক্ষেত্রে পুররায় KYC জমা করতে হবে। আর সেটা আপনার রেশন দোকানে অথবা অনলাইনেই করে নিতে পারবেন। অনলাইনে e KYC জমা করতে হলে নিচের পদ্ধতি মেনে চলুন।

LPG Price Cut (রান্নার গ্যাসের দাম কমলো)

কিভাবে কেওয়াইসি জমা করবেন?

১. পুনরায় উপরের লিংকটিকেই ভিজিট করতে হবে আপনাদের।
২. এরপর হোম পেজে Link Aadhaar with Deactivated or New Card লিংক এর উপর ক্লিক করে এগোতে হবে।
৩. নতুন পেজ খুলবে।
৪. এখানে নিজের Ration কার্ডের নম্বর এবং ক্যাটাগরি বেছে নিয়ে এগিয়ে যেতে হবে।

৪ জুন ভোটের ফল ঘোষণার পরই একাউন্টে টাকা ঢুকবে। কারা এই টাকা পাবেন?

৪. পরবর্তী ধাপে নিজের আধার লিঙ্ক করা মোবাইল নম্বরটিকে এন্টার করে Send OTP বাটনে ক্লিক করতে হবে।
৫. মোবাইল নম্বরে ওটিপি এলে সেটিকে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৬. পুনরায় নিজের সমস্ত তথ্য আরেকবার রিভিউ করে নিয়ে Verify and Submit বাটনে ক্লিক করুন।
৭. তাহলেই আপনার কার্ডটি পুনরায় চালু হয়ে যাবে। যারা নিজেরা পারবেন না তারা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন।

এছাড়া আধার কার্ড ও অন্যন্য ডকুমেন্টস এর তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন।
সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
আপনার বয়স অনুযায়ী কোন প্রকল্প আপনার জন্য, জেনে নিন।
আপনাদের কোনও মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
এবং নিয়মিত খবর পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment