আধার কার্ড (UIDAI Aadhaar Card) ভারতবাসীদের সব থেকে বড় পরিচয় পত্র। এখনকার দিনে প্রায়ই শোনা যায় আধার কার্ড হ্যাক করে তারপর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করার গল্প। তাই UIDAI আপনার যদি এখনো আধার কার্ড আপডেট না হয় তবে একটা স্বস্তির খবর আপনার জন্য রয়েছে UIDAI (Unique Identification Authority Of India) বা Myaadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ডের বিনামূল্যে আপডেটের (UIDAI Aadhaar Card Update) সময় সীমা বাড়িয়ে দিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
UIDAI Aadhaar Card Update Details.
আগে UIDAI কর্তৃপক্ষ থেকে ঘোষণা করেছিল যে ১৫ ই ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে আধার কার্ড (UIDAI Aadhaar Card) আপডেট করে নিতে হবে। আর এই আধার কার্ড আপডেট করার জন্য কোনো মূল্যের ও প্রয়োজন হবে না। তবে এরপরে ঘোষণা করা হয়েছে যে ফ্রিতে আধার কার্ড আপডেটের সময়কাল বাড়ানো হয়েছে ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত। আধার কার্ডের অফিসিয়াল সাইটের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই আধার কার্ড আপডেট করতে পারবেন।
যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে তাদের আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Card) করতে হবে। মূলত আধার কার্ড জালিয়াতির (UIDAI Aadhaar Card Fraud) মত কাজ রোধ করার জন্যই এই ঘোষণাটি করা হয়েছে। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছিল জন সংখ্যা সংক্রান্ত তথ্যের অবিরাম নির্ভুলতার জন্য অনুগ্রহ করে আপনার আধার আপডেট করুন।
আধার আপডেট করার জন্য প্রয়োজন হবে ব্যাক্তিটির নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, ফোন নম্বর এবং ইমেল আইডি। কোনো ব্যক্তির যদি ছোট বয়সে আধার কার্ড তৈরি হয়। তবে প্রাপ্ত বয়স্ক হবার সময় ফটো পরিবর্তন করতে হয়, তাই ফটো পরিবর্তন ,আইরিস বা অন্যান্য বায়োমেট্রিক তথ্যও আপডেট করতে আপনাকে আধার কেন্দ্র গুলিতে যেতে হবে। কিভাবে আধার আপডেট করবেন।
- ফ্রিতে আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে www.myaadhaar.uidai.gov.in সাইটে যেতে হবে।
- এরপর আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি ব্যবহার করে লগইন করে Name, Gender, Date of Birth, Address Update বাটনটিতে ক্লিক করুন।
- এরপর অ্যাড্রেস, নাম, লিঙ্গ সমস্ত কিছু নির্বাচন করে আপডেট অপশনে ক্লিক করবেন।
বদলে গেল LPG রান্নার গ্যাস বুকিং এর নিয়ম। চাইলেই আর গ্যাস পাবেন না।
এরপর আধার কার্ড আপডেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Card) করার জন্য এখনো কোনো পেমেন্ট করতে না হলেও ১৪ ই মার্চের পর থেকে অনলাইনে ২৫ টাকা পেমেন্ট করতে হবে। আপনারা বড় কোন জরিমানা এড়ানোর জন্য এই কাজটি যত তাড়াতাড়ি পারবেন করে নেওয়ার চেষ্টা করুন।
Written by Nupur Chattopadhyay.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার
I am want doing to original Aadhaar card