আমেরিকায় বিস্তীর্ণ অংশে দাপট হ্যারিকেন ইদার, বিপর্যস্ত জনজীবন

ভাসছে শহর , বন্ধ যানজট , তোলপাড় সাড়া শহর ঘূর্ণিঝড় ইডার কবলে । নিউইয়র্ক শহরে উদয় হয়েছে এক বিকট ঘূর্ণিঝড় । সেই ঘূর্ণিঝড়ে যা ছবি দেখা মিলছে তা দেখে সিনেমার সিন বলে মনে হতেই পারে আপনার কিন্তু তা বাস্তব । পেট্রোল পাম্প থেকে মেট্রো স্টেশন ভাসছে জলে । এমনকি এখনো পর্যন্ত খবর ৭জন মারা গেছেন সেখানে । যা ঘিরে ওখানকার মানুষের ঘুম গিয়েছে উড়ে । কোথাও ভাসছে গাড়ি আবার কোথায় ঝড়ে গিয়েছে গাড়ির কাঁচ ভাঙচুর হয়ে । পড়ে আছে রাস্তায় কাত হয়ে এলোপাতাড়ি ভাবে । যা দেখে মনে হচ্ছে ধাক্কা লেগেছে গাড়িতে গাড়িতে । এমন আচমকা অঘটনের প্রকোপে সরকার বন্ধ করেছেন সমস্ত যানজট । মানুষদের বেরোতে মানা করছেন বাড়ি থেকে । ইডা এখন কখন শহর ছাড়ে তারই প্রহর গুনছেন শহরবাসী ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment